বলিউডে আসিফ আকবরের অভিষেক

বলিউডে অভিষেক হয়েছে বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবরের। বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন শিল্পী নিজেই।

এক ফেসবুক পোস্টে আসিফ আকবর লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার অভিষেক ঘটেছে। প্রিয় বাংলাদেশের পতাকা উড়িয়েছি। আল্লাহ মহান। ভালোবাসা অবিরাম।’

গত কয়েক দিন ধরেই মুম্বাইয়ে অবস্থান করছেন আসিফ। ইতিমধ্যে অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমানের মুম্বাইয়ের স্টুডিওতে হয়েছে তাঁর গানের রেকর্ড। এ ছাড়া বিখ্যাত যশরাজ স্টুডিওতেও ভয়েস দিয়েছেন তিনি।

পোস্টের বিষয়ে আসিফ বিস্তারিত কিছু না জানালেও, তিনি আগেই জানিয়েছিলেন ভারতের অনুরাধা পাড়োয়াল ও শ্রেয়া ঘোষালের সঙ্গে দ্বৈত গান করছেন তিনি। ইতিমধ্যে দুই শিল্পী তাঁদের ভয়েস দিয়েছেন। তবে ভিসা জটিলতার কারণে কণ্ঠ দিতে পারেননি আসিফ। জানিয়েছিলেন দ্রুত মুম্বাই গিয়ে ভয়েস দেবেন।

অবশেষে গত রোববার এ আর রহমানের স্টুডিওতে রেকর্ডিংয়ে অংশ নেন আসিফ। এ বিষয়ে আসিফের সঙ্গে যোগাযোগ করা হলে জানিয়েছিলেন, সেখানে দুটি গানের ভয়েস দিয়েছেন তিনি। একটি গান অনুরাধা পাড়োয়াল সঙ্গে ডুয়েট। গানের শিরোনাম ‘চিরদিনের সঙ্গিনী’, অন্যটি ‘দ্য লাস্ট ডন’ শিরোনামের একটি সলো গান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve − 6 =