বলিউড তারকা বিদ্যা বালালেন জন্মদিন আজ

আজ বলিউড তারকা বিদ্যা বালান ৪১-এ পা দিচ্ছেন। বছরের প্রথম দিনটি সবার কাছে বিশেষ হলেও বলিউড তারকা বিদ্যা বালানের কাছে দিনটি একটু বেশিই বিশেষ। কারণ এই দিনেই পৃথিবীর মুখ দেখেছিলেন তিনি। আর ১ জানুয়ারি জন্ম হওয়ায় ভক্ত ও সহকর্মীরাও খুব সহজে মনে রাখেন দিনটার কথা। তাই প্রতিবারের মতো এবারও অসংখ্য অগণিত ভক্ত-সুধীদের কাছ থেকে নতুন বছরের শুভেচ্ছা বার্তার সাথে সাথে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন বিদ্যা। তিনিই একমাত্র বলিউড নায়িকা, যিনি বছরের প্রথম দিনে সবার কাছ থেকে অনেক শুভেচ্ছা আদায় করে নেন। জন্মদিনে বিশেষ কী করছেন বিদ্যা? জবাবে বিদ্যা জানিয়েছেন, আহামরি কোনো আয়োজন নেই। প্রত্যেকবারের মতো এবারো সাদামাটাভাবেই জন্মদিন পালন করবেন তিনি।

বিদ্যা বালান বলেন, ‘জন্মদিন বরাবরই অত্যন্ত সাধারণভাবে পালন করেন তিনি। যখন বিয়ে করেননি, রাত বারোটার সময় মা-বাবাকে ডেকে বলতেন, তাকে শুভেচ্ছা জানাতে। আর এখন তিনি বিবাহিত। জন্মদিন কাটাবেন স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে, বাবা-মাকে লাঞ্চে ডাকবেন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার উদ্দেশ্যে বিদ্যা লিখেছেন ‘২০২০ সালে সবাই যেন নিজের মতো করে বেঁচে থাকতে পারে। সবাই যেন শান্তিতে থাকে, জীবন নিজের মতোই পথ খুঁজে নেয়। আর কিছু প্রয়োজন নেই।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen + seventeen =