বলি তারকারা এবারও কানে নজর কাড়তে পারেন

এবার ফ্যাশন সচেতন মানুশি চিল্লারকে ঘিরে বেশ কৌতুহল তৈরি হয়েছে। নিজের সৌন্দর্য আর ব্যতিক্রমী পোশাকে কানের রেড কার্পেটে তিনি চমক দেখাবেন বলেই মনে করছেন ভক্তরা।

প্রতিবছরই কানে ভারতীয় তারকারা বিশেষ পোশাকে নজর কাড়েন। এবারের আসরেও ভারতীয় তারকাদের দিকে সিনেপ্রেমীদের কৌতুহলী চোখ থাকবে। এরইমধ্যে আনুশকা শর্মা এবং ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বিজয়ী বলিউড অভিনেত্রী মানুশি চিল্লার, ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুরসহ বেশ কয়েকজন তারকা কান যাত্রার কথা শোনা গেছে।

এছাড়া প্রতি আসরেই গ্ল্যামারাস রেড কার্পেট চেহারার জন্য অত্যন্ত পরিচিত এবং স্ক্রিনিংয়ের জন্য পোশাক কোড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ইতোমধ্যে আয়োজকরা সেলিব্রেটিদের জন্য ড্রেস কোড নির্ধারণ করে দিয়েছে।

এবারের আসরে পুরুষদের জন্য ডিনার জ্যাকেট বা কমপ্লিট স্যুট এবং নারীদের জন্য নির্ধারণ করা হয়েছে সান্ধ্য পোশাক। তবে নারীরা যেন নিজের মতো করে ড্রেসআপ করতে পারে সেজন্য কিছু অন্যান্য পোশাকও নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve − 4 =