বাঁধনের প্রথম হিন্দি সিনেমা মুক্তি ৫ অক্টোবর

অবশেষে মুক্তির মিছিলে আজমেরী হক বাঁধনের প্রথম হিন্দি সিনেমা ‘খুফিয়া’। এটি নির্মাণ করেছেন পরিচালক বিশাল ভরদ্বাজ। ভারতীয় গণমাধ্যমের খবর, ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে এ সিনেমা। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন বলিউডেও। সে জন্য তার প্রথম হিন্দি সিনেমা দেখার জন্য দর্শকের আগ্রহের শেষ নেই। ২০২২ সালের শেষের দিকে মুক্তি পায় সিনেমাটির টিজার। তবে ওই সময় মুক্তির কথা থাকলেও তা শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। ২০২২ সালেই ‘খুফিয়া’র শূটিং শেষ হয়েছে।

সিনেমায় বাঁধন ছাড়া আরও অভিনয় করেছেন আলী ফজল, টাবু, আশীষ বিদ্যার্থীসহ অনেকেই। বলিউডের জনপ্রিয় তারকাদের সঙ্গে কাজের অভিজ্ঞতার বিষয়ে বাঁধনের ভাষ্য- এটা অবশ্যই আমার জন্য ভালো লাগার বিষয়। যদিও সিনেমায় চরিত্রের দৈর্ঘ্য খুব একটা বড় নয়, তবে টাবুর সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। উনার সঙ্গে পর্দা ভাগ করা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’ সিনেমার লুক টেস্টের জন্য মুম্বাই যান বাঁধন। পরে ওই বছরের অক্টোবরেই দিল্লিতে শুরু হয় সিনেমাটির শূটিং।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × 1 =