বাংলাদেশেও মুক্তি পাবে মোশাররফ করিমের ‘হুব্বা’

ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ দিয়ে টালিউডের সিনেমায় কাজ শুরু মোশাররফ করিমের। এই নির্মাতার পরবর্তী সিনেমা ‘হুব্বা’র নায়কও তিনি। পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন হুব্বা শ্যামল। নব্বইয়ের দশকের শেষ দিকে আবির্ভূত এই গ্যাংস্টার হুগলির দাউদ ইব্রাহিম নামেও পরিচিত ছিলেন। পর্দায় সেই চরিত্র ফুটিয়ে তুলেছেন মোশাররফ। পশ্চিমবঙ্গে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা আগামী ২৪ নভেম্বর। এরপর বাংলাদেশের হলেও মুক্তি পাবে বলে জানিয়েছেন কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। প্রতিষ্ঠানটি বাংলাদেশে হুব্বা আমদানি করবে।

সিনেমাটি আমদানির বিষয়ে এরই মধ্যে হুব্বার প্রযোজক ফেরদৌসুল হাসানের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেছেন লিপু। প্রযোজক সমিতিতেও বিষয়টি জানিয়ে রেখেছেন। কিবরিয়া লিপু বলেন, ‘একই দিন মুক্তি দেওয়া হয়তো সম্ভব হবে না। আমাদের এখানে একই দিনে সিনেমা মুক্তি দেওয়াটা কঠিন হয়ে যায়। অনেক সময় দেখা যায়, বিদেশি সিনেমা মুক্তি পাবে জানার পর হঠাৎ একটা নামকাওয়াস্তে দেশি সিনেমা ডেট নিয়ে নেয়। মুক্তির ক্ষেত্রে আমদানি করা সিনেমার চেয়ে দেশি সিনেমার প্রাধান্য থাকে। ফলে আমাদের পিছিয়ে যেতে হয়। তখন বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।’

এর আগে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি বাংলাদেশে একই দিনে মুক্তি দিতে চেয়েও পারেননি লিপু। ভারতে মুক্তির অনেক পরে সিনেমাটি আমদানি করায় তেমন দর্শক টানতে পারেনি। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে লিপু বলেন, ‘সালমান খানের সিনেমাটি একই দিনে মুক্তি দিতে চেয়েও পারিনি। পরে মুক্তি পাওয়ার কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছি। হুব্বা সিনেমাটি একই দিনে না পারলেও কাছাকাছি সময়ে বাংলাদেশের হলে দেখাতে চাই। মোশাররফ করিম বাংলাদেশের অভিনেতা। তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী। আশা করছি সিনেমা হলে তার প্রতিফলন আমরা দেখতে পাব।’

‘কুরবান’ মুক্তি দিতে চান অঙ্কুশ

টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরা বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও ভার্সেস জুলিয়েট’, ‘আশিকী’—সিনেমাগুলো ব্যবসায়িকভাবেও সফল। অঙ্কুশ হাজরা ও প্রিয়াঙ্কা সরকার অভিনীত ‘কুরবান’ আগামী নভেম্বরে মুক্তি পাওয়ার কথা। সম্প্রতি সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অঙ্কুশ জানিয়েছেন, ভারতের পাশাপাশি বাংলাদেশেও কুরবান মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে।

অঙ্কুশ বলেন, ‘অনেক বছর পর আবার বাংলাদেশে যাব। ওখানে সিনেমাটি প্রমোট করতে পারলে ভালো হবে। বাংলাদেশের এত মানুষ আমাকে ভালোবাসে, বাংলা সিনেমা ভালোবাসে, আমাদের ভালোবাসে, তাদের কাছে বাংলা সিনেমা না পৌঁছালে কষ্ট হয় আমার। আমি ওদের সিনেমার কথাও বলছি। মাঝখানে ‘হাওয়া’ ও ‘সুড়ঙ্গ’ রিলিজ করল এখানে, আমি খুব খুশি। এটাই তো চাই। বাংলাদেশে যাওয়ার বিষয়ে পরিকল্পনা করছে পিআর টিম।’

তবে বাংলাদেশে ‘কুরবান’ সিনেমাটি কোন প্রতিষ্ঠান আমদানি করছে, সে বিষয়ে কিছু জানাননি অঙ্কুশ। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতিতে খোঁজ নিয়েও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 + nineteen =