বাংলাদেশের সিনেমা উৎসব আসাম ও ত্রিপুরায়

চলতি অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি উৎসব। ২১ থেকে ২৩ অক্টোবর ত্রিপুরার আগরতলায় ‘দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ ও ২৪ থেকে ২৯ অক্টোবর আসামের গুয়াহাটিতে ‘প্রথম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হবে।বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হবে।

উৎসবে প্রদর্শনীর জন্য প্রাথমিকভাবে বাংলাদেশের ৩৫টি চলচ্চিত্র বাছাই করা হয়েছে। এসব ছবি থেকে যাচাই-বাছাই করে আরেকটি সংক্ষিপ্ত তালিকা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দুই উৎসবের জন্য প্রাথমিকভাবে বাছাই করা ৩৫ চলচ্চিত্রের মধ্যে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনভিত্তিক সিনেমা ‘হাসিনা আ ডটার’স টেল’।

আরও আছে ‘ছুঁয়ে দিলে মন’, ‘জালালের গল্প’, ‘অমি ও আইসক্রিমঅলা’, ‘অনিল বাগচীর একদিন’, ‘যদি একদিন’, ‘জিরো ডিগ্রী’, ‘বাপজানের বায়োস্কোপ’, ‘আয়নাবাজি’, ‘কৃষ্ণপক্ষ’, ‘তুখোড়’, ‘ভুবন মাঝি’, ‘সত্বা’, ‘রাজনীতি’, ‘ঢাকা অ্যাটাক’, ‘হালদা’, ‘অন্তর জ্বালা’, ‘আঁখি ও তার বন্ধুরা’, ‘গহীন বালুচর’, ‘পুত্র’, ‘পোড়ামন ২’, ‘দেবী’, ‘জান্নাত’, ‘ফাগুন হাওয়ায়’, ‘কালো মেঘের ভেলা’, ‘মনের মত মানুষ পাইলাম না’, ‘আবার বসন্ত’, ‘মায়া: দ্য লাস্ট মাদার’, ‘গণ্ডি’, ‘ন ডরাই’, ‘বিশ্বসুন্দরী’, ‘গোর’, ‘গেরিলা’, ‘ঊনপঞ্চাশ বাতাস’, ‘রূপসা নদীর বাঁকে’।

যাচাই-বাছাই কমিটি গেল পাঁচ বছরে মুক্তি পাওয়া সিনেমাগুলো থেকেই ৩৫টি বাছাই করেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও বাইরের দেশের বিভিন্ন উৎসবে প্রশংসাকে এখানে গুরুত্ব দেয়া হয়েছে। শিগগিরই একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। সেই তালিকার ছবিগুলোই দুটি উৎসবে যাবে।

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four − one =