টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন পেসার মুস্তাফিজুর রহমান।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জয় পায় বাংলাদেশ। এ ম্যাচের একাদশে থাকার সুবাদে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের স্বাদ পান মুস্তাফিজ।
সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়ার পথে অলরাউন্ডার সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন মুস্তাফিজ। ১২৯ ম্যাচে বাংলাদেশের জার্সিতে ৫২ ম্যাচ জিতেছেন সাকিব। ১১২টি ম্যাচ খেলে ৫৩টিতে জয় পেয়েছেন ফিজ।
লিটন দাস ১০৮ ম্যাচ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ১৪৯ ম্যাচ খেলে সমান ৪৯টি টি-টোয়েন্টিতে জয় পেয়েছেন। ১০২ ম্যাচ খেলে মুশফিকুর রহিম ৩৭ টিতে এবং তামিম ইকবাল ৭৪টি টি-টোয়েন্টিতে অংশ নিয়ে ২৩টিতে জিতেছেন।
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন মুস্তাফিজ।