বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে ৫ মে

আগামী ৫ মে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘পাঠান’। সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমনটা নিশ্চিত করেছেন অনন্য মামুন। জানা গেছে, ইতিমধ্যে ১৬ হলে সার্ভার বসানো হয়েছে। ঈদের পর্যন্ত ৪০ সিনেমা হল প্রস্তুত হয়ে যাবে।

অনন্য মামুন বলেন, ‘ আগামী ৫ মে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। সিনেমাটি ওটিটিতে এসেছে জানি কিন্তু হলে সিনেমা দেখার বিষয়টি আলাদা। এটা নতুন দিগন্ত খুলে দেবে।

কিছুদিন আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চলতি বছর থেকে ১০টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দেয় এবং এ বিষয়ে ৫ শর্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করছে মন্ত্রণালয়।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি চলচ্চিত্রের ১৯টি সহযোগী সংগঠন যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে এ সংক্রান্ত চিঠি দিয়েছিল তথ্য মন্ত্রণালয়ে। ফলে এ বছর ১০টি ও ২০২৪ সালে ৮টি হিন্দি সিনেমা আমদানি করে প্রদর্শন করা যাবে।

গত ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পেয়েছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। এতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine + 1 =