ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডের নবম আসর: বাংলাদেশে ‘হইতে সুরমা’র প্রদর্শনী

গত বছর এপ্রিলে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আয়োজিত ‘ইকো ফিল্ম ল্যাব: ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সি’র অংশ হিসেবে সুব্রত সরকার ও অভিনেতা মনোজ প্রামাণিক নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘হইতে সুরমা’। সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরতীরবর্তী তাহিরপুর উপজেলায়। নদীদূষণ ও প্রকৃতিকে ধ্বংস করে মানুষ কীভাবে প্রকৃতির প্রতিশোধের শিকার হয়, তা নিয়েই ব্যঙ্গাত্মক এই চলচ্চিত্র। অভিনয় করেছেন মিল্লাত হোসেন, ফিরোজ আহম্মেদ, বিজয় দাস, মণিকা দাস প্রমুখ।

বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এবার বাংলাদেশে প্রিমিয়ার হচ্ছে সিনেমাটির। ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব আর্ট হাউস সিনেমাসের (সিআইসিএই) সঙ্গে যৌথ আয়োজনে বাংলাদেশের ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া আয়োজন করতে যাচ্ছে ‘ইউরোপীয়ান আর্ট হাউস সিনেমা ডে’। ২২ নভেম্বরের সেই আয়োজনেই বেশ কিছু ইউরোপিয়ান সিনেমার পাশাপাশি থাকছে ‘হইতে সুরমা’র প্রদর্শনী।

১৯৫৫ সালে প্রতিষ্ঠিত সিআইসিএই মূলত একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী আর্ট সিনেমা বা বিকল্প চলচ্চিত্র প্রদর্শনে প্রেক্ষাগৃহ ও প্রদর্শনকারীদের প্রতিনিধিত্ব করে। আর্ট সিনেমা ও স্বাধীন চলচ্চিত্রের বিশ্ব বিপণন ও প্রদর্শনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংস্থাটি। ২০১৬ সালে সংস্থাটি ইউরোপের আরেকটি সংগঠন ইউরোপা সিনেমাসের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজন করে ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডে। প্রতিবছর ইউরোপের প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতারা এই উদ্যোগের অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন এবং তাঁদের সমসাময়িক সিনেমাগুলো প্রদর্শিত হয়।

এ বছর ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডের নবম আসরের সহযাত্রী হয়েছে বাংলাদেশ। ২২ নভেম্বর ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে (টাউন হল) দিনব্যাপী আয়োজনে সিনেমা প্রদর্শনীর পাশাপাশি থাকছে সিনেমা নিয়ে আলোচনা, দর্শনীয় স্থান ভ্রমণ। প্রধান অতিথি থাকবেন ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই, বিশেষ অতিথি থাকবেন ইউনেসকোর বাংলাদেশপ্রধান ড. সুসান ভাইজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার হোসেন।

সিনেমাবিষয়ক আলোচনা পর্বে অংশ নেবেন নির্মাতা শুভাশীষ রায়, লেখক ও শিক্ষক উম্মে ফারহানা এবং অভিনেতা, প্রযোজক ও পরিচালক মনোজ প্রামাণিক। যেসব সিনেমার প্রদর্শনী হবে, তার তালিকায় রয়েছে ‘হইতে সুরমা’ (বাংলাদেশ), ‘দ্য সাইরেন’ (ফ্রান্স), ‘গন্ডোলা’ (জার্মানি) ও ‘দ্য মিটসেলার’ (ইতালি)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × four =