বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের দ্বিপাক্ষিক সিরিজ শুরু আগামীকাল

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ শুরু হবে আগামীকাল (বৃহস্পতিবার)। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলায় প্রথম ওয়ানডেতে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। আজ ২০ মার্চ, মঙ্গলবার ট্রফিসহ ফটোসেশন করেন দুই দলের অধিনায়ক।

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এর আগে মাত্র একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি নারীরা। সেটি ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।

২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই। তিন ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩১ মার্চ।

তবে বহুল আকাঙ্ক্ষিত সিরিজটি দেখা যাবে না কোনো টেলিভিশন চ্যানেলে। এখন পর্যন্ত দেশের কোনো টিভি চ্যানেল সিরিজটির সম্প্রচার স্বত্ব কেনেনি। তবে বিসিবির ডিজিটাল প্লাটফর্মে (ইউটিউব চ্যানেলে) দেখা যাবে খেলা। সবগুলো ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 + 10 =