বাংলাদেশ এখনো টেস্ট খেলতে শিখেনি

সালেক সুফী: বার বার একই ভাবে মেরুদণ্ডবিহীন ব্যাটিং বাংলাদেশ প্রমাণ করছে ২০০০  যেমন ছিল ২০২২ এসেও টেস্ট ক্রিকেটে ব্যাটিং করা শিখেনি। সৎ ভিন্সেন্ট ড্যারেন সামী স্টেডিয়ামে  আবারো টপ অর্ডার ব্যাটসম্যানদের আনাড়ি ব্যাটিং বৃষ্টিতে সংক্ষিপ্ত তৃতীয় দিন শেষে টেস্ট পরাজয়, সিরিজ ধবল ধোলাইয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

৪০৮ রান করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ১৭৪ রানের বিশাল লিড পাবার পর সবার আশা ছিল বাংলাদেশ অন্তত লড়াই করবে অভিজ্ঞ তামিম, সাকিবের ব্যাটিং নেতৃত্বে।  কিন্তু অন্যদের কথা বাদ রাখুন কি দায়িত্বহীন ভাবে নিজেদের উইকেট বিলিয়ে দিয়েছে বাংলাদেশ।

শেষবারের মতো সুযোগ পেয়ে ভালো খেলছিল নাজমুল শান্ত।  তবে ৪৬ রান করেই ভেবেছে হয়তো আরো কিছু টেস্ট খেলার গেট পাস পেয়ে গেছে। তাই গুরুত্বপূর্ণ সময়ে উইকেট ছুঁড়ে দিয়েছে। হাসান জয়ের কিছু দুর্বলতা মেন্টরিং প্রয়োজন। কে কিভাবে কখন করবে? এনামুল দুই ইনিংসে দুর্ভাগ্য জনক ভাবে আউট হয়েছে। ১৩২/৬ উইকেটে শেষ করেছে বাংলাদেশ।  ইনিংস পরাজয়ের গ্লানি এড়াতেই আরো ৪২ রান প্রয়োজন। সোহান, মিরাজ উইকেটের মূল্য দিয়ে অন্তত সেটি করলেও অন্তত মাস্ক পরে মুখ ঢাকা যাবে। আরো একটি ধবল দোলাই নিশ্চিত হয়েই গেছে।

তৃতীয় দিনের খেলার বিশেষ ফিচার বলতে কেমার রোচের ২৫০ টেস্ট উইকেটের মাইল ফলক পেরিয়ে যাওয়া।  টেস্ট জীবনের প্রথম উইকেট ছিল সাকিবের আর ২৫০ম উইকেট হলো তামিম ইকবালের।  টেস্ট জীবনের সেরা অর্জন হয়েছে খালেদ আহমেদের।  ৫/১০৬ অর্জন করে খালেদ ধীরে ধীরে প্রতিভার প্রমাণ দিচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে কাইল মায়ার্সের ১৪৬ রান কঠিন উইকেটে বিশেষ কৃতিত্বের দাবি রাখে।

বাংলাদেশ এখন যে কোনো দেশের বিরুদ্ধে দেশে বা সফরে টেস্ট খেলতে হলে দেশের ক্রিকেটের খোল নলচে পাল্টে শুরু থেকে শুরু করতে হবে। শুধু উইকেট নয় সম্পূর্ণ ক্রিকেট সংস্কৃতি পাল্টাতে হবে। খেলোয়াড়, কোচিং স্টাফ, উইকেট , বিসিবি কম্পোসিশন , ট্রিন মূল ক্রিকেট  সব কিছু নিয়ে স্বল্প দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করতে হবে. বাংলাদেশ ক্রিকেট বোদ্ধা যাদের আন্তর্জাতিক ক্রিকেটের প্রমাণিত এবং বাস্তব অভিজ্ঞতা আছে তাদের সম্পৃক্ত করতে হবে।

দেশে এখন সৈয়দ আশরাফুল হক, রকিবুল হাসান, সফিকুল হক হীরা, তানভীর মাজহার তান্না, খালেদ রুমি, গাজী আশরাফ লিপু , জাহাঙ্গীর শাহ বাদশা আছেন। দুনিয়া ঘুরে ক্রিকেট উন্নয়ন নিয়ে কাজ করছেন আমিনুল ইসলাম বুলবুল।

অস্ট্রেলিয়ায় প্রথম শ্রেণির ক্রিকেটে কোচ হিসাবে কাজ করছে একসময়ের জাতীয় দলের খেলোয়াড় মাহবুবুর রহমান সেলিম। জানি যুক্তরাষ্ট্র ক্রিকেট উন্নয়নে জড়িত আছে প্রিন্স। এদের কিভাবে বাংলাদেশ কাজে লাগবে ভাবার সময় এসেছে। বর্তমান অবস্থান থেকে টেস্ট ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বর্তমান অন্তসারশূন্য বিসিবির নেই বলাই বাহুল্য।

১৩৪ টেস্ট খেলে  ১০০টি হার। সেই কিংবদন্তি  স্যার গর্ডন গ্রিনিজের ১৯৯৯ বলা আপ্ত বাক্য প্রমাণ করছে, টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত নেই বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × four =