বাংলাদেশ কি পারবে স্বপ্নের এভারেস্ট জয় করতে?

সালেক সুফী

মীরপুর স্টেডিয়ামে অনুষ্ঠানরত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠারত ডাচ বাংলা টেস্ট সিরিজের প্রথম টেস্ট তৃতীয় দিন শেষে দারুন জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ২৮৩/৭ রান করে বাংলাদেশ ৮১ রানে এগিয়ে আছ। আজ সকালে অপরাজিত দুই ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ (৮৭) এবং নাঈম হাসান (১৬*) ব্যাটিং শুরু করবে। ইতিমধ্যে ৮০ ওভার বোলিং শেষ হওয়ায় নতুন বল নিতে পারবে দক্ষিণ আফ্রিকা।

মীরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঝরা পালকের ধ্বংসস্তূপ থেকে লড়াই করে যুদ্ধ জয়ের সংগ্রাম করছে। দুই দলের প্রথম ইনিংস শেষে ২০২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১১২ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের মুখে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে মেহেদী হাসান মিরাজ এই টেস্টে অভিষিক্ত জাকের আলী অনিক দেয়ালে পিঠ রেখে দারুন ভাবে রুখে দাঁড়ায়।

১৩৮ রানের ৭ম উইকেট জুটি ইনিংস পরাজয়ের শংকা মুক্ত করে স্বস্তি এনে দেয় বাংলাদেশকে। জাকের আলী অনিক ৫৮ রানে ফিরে গেলেও সাহসী মেহেদী হাসান মিরাজ ৮৭ রানে অপরাজিত থেকে স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে, নাঈম হাসানকে (১৬*) সঙ্গে নিয়ে। দিনশেষে ২৮৩/৭ রান করে ৮১ রানে এগিয়ে আছে বাংলাদেশ।

আজ সকালে আবার খেলা শুরু হলে নতুন বল নিয়ে শুরু করবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের প্রয়োজন নিদেন পক্ষে ১৭৫-২০০ রানের টার্গেট।  ক্ষয়িষ্ণু এই উইকেটে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বিশ্বমানের স্পিনার্সরা তাহলেই চেপে ধরতে পারবে। জয়ের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। আর যদি তাই হয় সেটি হবে বিশাল অর্জন।

টেস্ট ক্রিকেট গৌরবোজ্জ্বল অনিশ্চয়তায় টইটম্বুর।  প্রথম ইনিংসে ১০৬ রানে বাংলাদেশ গুটিয়ে যাবার পর দক্ষিণ আফ্রিকা ৩০৮ রান করায় ২০৬ রানের বিশাল  ব্যাবধানে এগিয়ে যায়।  নিশ্চিত পরাজয়ের শংকায় থাকা বাংলাদেশ ব্যাটিং শুরু করে দ্বিতীয় দিন শেষে ১০১/৩ উইকেটে থেকে ১০১ রান পিছিয়ে থাকে ইনিংস পরাজয় এড়াতে। তৃতীয় দিনে ১১ রান যোগ করতেই ১১২ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

নিশ্চিত পরাজয়ের কালো গহ্বর থেকে দারুনভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ মেহেদী হাসান মিরাজের হার না মানা দৃঢ়তায়। এই ম্যাচে অভিষিক্ত জাকের আলী অনিককে সাথী করে ৭ম উইকেট জুটি ১৩৮ রান করে ঘাঁটি পুষিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। ৫৮ রান করে মহারাজের বলে আউট হয়ে অনিক ফিরে গেলেও মেহেদী অপরাজিত আছে ৮৭ রানে।

অবিচ্ছিন্ন ৮ম উইকেট জুটিতে ইতিমধ্যে সংগৃহীত হয়েছে ৩৩ রান। নাঈম হাসান খেলছে ১৬ রানে। ৮১ এগিয়ে থাকা বাংলাদেশ আরো ১০০ রান যোগ করতে পারলে বাংলাদেশ কিন্তু টেস্ট জয়ের পরিস্থিতি সৃষ্টি করতে পারে। যদি তাই হয় সেটি হবে টিম বাংলাদেশের জন্য বিশাল অর্জন। তবে কাজটি যে আদৌ সহজ নয় বলাই বাহুল্য। স্বপ্ন দেখতে তো আর বাধা নেই। বাংলাদেশ কি পারবে স্বপ্নের মাউন্ট এভারেস্ট চূড়ায় আরোহন করতে?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 + 12 =