তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে বাংলাদেশের সুযোগ ছিল ম্যাচ জয় করে ধবল ধোলাই অর্জনের পাশাপাশি র্যাংকিং উন্নত করার। কিন্তু বিজয়ী একাদশে ঢালাওভাবে ৫ পরিবর্তন নিয়ে মোমেন্টাম হারানো বাংলাদেশ ৭৪ রানের বিশাল ব্যাবধানে হেরে সেই সুযোগ হারিয়েছে। টসে হেরে ব্যাটিং করে পাকিস্তান ১৭৮/৭ বিশাল স্কোর গড়ে বাংলাদেশকে ১০৪ রানে গুড়িয়ে দেয়। ৭৪ রানে শেষ ম্যাচে সান্তনার জয় অর্জন করে বাংলাদেশ। অথচ এই পাকিস্তান দল প্রথম ম্যাচে করেছিল ১১০। দ্বিতীয় ম্যাচে ১৩৪ তাড়া করে ম্যাচ জয় করতে পারেনি। পাকিস্তান দলের ঘুরে দাঁড়ানোকে প্রশ্নবিদ্ধ করছি না। কিন্তু বাংলাদেশ কেন এক সঙ্গে মুস্তাফিজ, তানজিম সাকিব, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, পারভেজ ইমনকে বিশ্রাম দিলো। নাসুম আহমেদকে যাচাই করা সঙ্গত ছিল। সাইফুদ্দিন আরো একটি সুযোগ প্রাপ্য ছিলো। জানিনা এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতি পিসিবি চেয়ারম্যানকে বদান্যতা দেখিয়ে বাংলাদেশ পাকিস্তানকে বিজয় উপহার দিলো কিনা প্রশ্ন করা যেতেই পারে। বিসিবি হয়তো প্রমান করতে চেয়েছে মিরপুর উইকেটে অতিথি দল সাচ্ছন্দে ব্যাটিং করতে পারে।
কাল টস জিতেছিল বাংলাদেশ। পাকিস্তান কিন্তু ব্যাটিং করে প্রথম দুই ম্যাচের মত ভড়কে যায়নি। ফকর জামানের পরিবর্তে কাল খেলতে আসা শাহিবজাদা ফারহান খেলেছে ৪১ বলে ৬৩ রানের ধ্রুপদী ইনিংস। ফারহান -সাঁইযুম আয়ুব প্রথম উইকেট জুটির ৭.৫ ওভারে সংগ্রহীত ৮২ রান ম্যাচের গতিপথ নির্ধারিত করেছে। হাসান নাওয়াজ ৩৩, মোহাম্মদ নাওয়াজ ২৭ গুরুত্বপূর্ণ অবদান রাখায় পাকিস্তান ১৭৮ রানের কঠিন টার্গেট ছুড়ে দিয়েছে। বাংলাদেশের হয়ে তাসকিন ৩/৩৩ আর নাসুম ২/২২ অবদান রাখলেও বাংলাদেশ কাল অবশ্যই মুস্তাফিজের অভাব দারুন অনুভব করেছে।
জবাবে ব্যাটিং করতে এসে বাংলাদেশ বাটসমেনদের আতংক গ্রস্থ মনে হয়েছে। ৭.৪ ওভারে ৪১ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশের সামনে টি ২০ আন্তর্জাতিক ম্যাচে সর্বনিম্ন ৭১ রান অতিক্রম করা একসময় দুরুহ মনে হচ্ছিলো। সাইফুদ্দিন (৩৫*) আর নাঈম ১০ ছাড়া ৯ ব্যাটসম্যান দুই অংকের স্কোরে পৌঁছতে পারেনি। বিশেষত অধিনায়ক লিটন দাস সিরিজের তিন ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছে।
যা হোক সাইফুদ্দিন স্বভাবসুলভ ছন্দে অপরাজিত ৩৫ রান করে সেই বিড়ম্বনা থেকে মুত করে বাংলাদেশকে। ভাই ভাই ম্যাচে বাংলাদেশ ৭৪ রানের জয় উপহার দেয় পাকিস্তানকে। সিরিজ যদিও জিতেছে বাংলাদেশ ২-১ ব্যাবধানে।
বাংলাদেশ –পাকিস্তান টি ২০ সিরিজ
তৃতীয় ম্যাচ
পাকিস্তান ১৭৮/৭ (শাহিবজাদা ফারহান ৬৩, হাসান নাওয়াজ ৩৩, মোহাম্মদ নাওয়াজ ২৭, সাঁইযুম আয়ুব ২১, তাসকিন আহমেদ ৩/৩৮, নাসুম আহমেদ ২/২২)
বাংলাদেশ ১৬.৪ ওভারে ১০৪ অল আউট (মোহাম্মদ সাইফুদ্দিন ৩৫*, মোহাম্মদ নাঈম ১০, সালমান মির্জা ৩/১৯, মোহাম্মদ নাওয়াজ ২/৪, ফাহিম আশরাফ ২/১৩)
পাকিস্তান ৭৪ রানে জয়ী
সিরিজ ফলাফল বাংলাদেশ ২ পাকিস্তান ১
ম্যাচের সেরা খেলোয়াড় : শাহিবজাদা ফারহান
সিরিজ সেরা : জাকের আলী অনিক।