বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের নির্বাচন ও বার্ষিক সাধারন সভা

গত শনিবার (২ মার্চ) স্যামসন এইচ চৌধুরী সেন্টার, ঢাকা ক্লাব লি., রমনা, ঢাকায় বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নিকট বিদায়ী কমিটি তাদের দায়িত্বভার হস্তান্তর করেন। উক্ত নির্বাচনে সভাপতি জনাব মনোরঞ্জন ভক্ত, জ্যেষ্ঠ সহ-সভাপতি জনাব নজিব আহম্মেদ ও মহাসচিব জনাব ফারহান নূর নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন: সহ-সভাপতি, জনাব আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা জনাব মিজানুর রহমান, জনাব আমিরুজ্জামান চৌধুরী, জনাব সফিউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব-জনাব আব্দুল কাইয়ুম খান, যুগ্ম মহাসচিব-জনাব তানভীর রহমান, অর্থ সম্পাদক-জনাব মোহাম্মদ আল মামুন ভূইয়া, যুগ্ম অর্থ সম্পাদক-জনাব হুমায়ুন রশিদ, সাংগঠনিক সম্পাদক-জনাব নুরুল ইমরান চিশতী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক-জনাব ডা. মো. ওয়াসিউল হুদা, দপ্তর ও প্রচার সম্পাদক-জনাব হুমায়ুন আহমেদ, যুগ্ম দপ্তর ও প্রচার সম্পাদক-জনাব আব্দুল্লাহ আল কাফী।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে জনাব মো. হেলাল উদ্দিন, সাবেক সহ-সভাপতি, এফবিসিসিআই, জনাব তপন কুমার মজুমদার, পরিচালক, এফবিসিসিআই এবং জনাব মো. আমির হোসেন নূরানী, পরিচালক, এফবিসিসিআই। নির্বাচনে আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মো. ইসহাকূল হোসেন সুইট, পরিচালক, এফবিসিসিআই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen − twelve =