বাঘিনীদের বাংলাওয়াশ অর্জন

সালেক সুফী

ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে যখন বাংলার বাঘেরা ধারাবাহিক পরাজয়ে খাবি খাচ্ছে ঠিক তখনি বাঘিনীরা কিন্তু প্রচণ্ড বিক্রমে আয়ারল্যান্ডের মেয়েদের তিন ম্যাচের ওডিআই সিরিজ বাংলাওয়াশ করে সরাসরি ওডিআই বিশ্বকাপ খেলার পথে দৃঢ়পদে এগিয়ে গেলো।

সিরিজ জয় হয়েছিল পর পর দুটি ম্যাচ জিতে। আজ তৃতীয় ম্যাচটিও ১৫ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে নিয়ে বাংলার নারীরা সিরিজে ধবল ধোলাই করেছে আয়ারল্যান্ডকে। এই মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে নিজেরা ধবল ধোলাই হবার দুঃখ কষ্ট হয়ত অনেকটাই প্রশমিত হয়েছে জ্যোতি নাহিদাদের।

তিন তিনটি ম্যাচে জ্যোতির বাঘিনীরা ছিল জোতির্ময়। প্রতিটি ম্যাচেই একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলেছে বাংলার নারীরা। প্রথম ম্যাচে ২৫২/৪ ছিল ওডিআইতে বাংলাদেশের সর্বোচ্চ রান। দ্বিতীয় ম্যাচে ১৯৭/৫ করে জয় ছিল সর্বোচ্চ রান তাড়া করে জয়।  আর তৃতীয় ম্যাচে পিঙ্কি-সুপ্তা জুটির ১৪৩ রান ছিল ওডিআই ক্রিকেটে বাংলাদেশি নারীদের সর্বোচ্চ জুটি।

এই সিরিজে বেশ কিছু দিন বিরতিতে ফিরে আশা শারমিন আক্তার সুপ্তার তিন ম্যাচে ২১১ রান এক সিরিজে বাংলাদেশি নারীদের জন্য নতুন মাইলফলক। সেই সঙ্গে বাট হাতে সিরিজের সেরা খেলোয়াড় ফারজানা হক পিঙ্কির ধারাবাহিক সাফল্য দলের রসায়ন পাল্টে দিয়েছে।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়া, ভার মুক্ত হয়ে স্বচ্ছন্দে ব্যাটিং গোটা দলকে জয়ের নেশায় মাতিয়ে রেখেছে। নাহিদা, সুলতানা, রাবেয়া, মারুফার বোলিং, রাবেয়ার প্রাণবন্ত ফিল্ডিং দলকে মনে হয়েছে গতিময় বুলেট ট্রেন।

বেশ কিছু দিন বাংলাদেশের নারীদের খেলা দেখে মনে হয়েছে ব্যাটিং স্কিলের অভাবে বহুমাত্রিক বোলিং দক্ষতাকে কাজে লাগাতে পারছিলো না বাংলাদেশ। এই সিরিজে পিঙ্কি, সুপ্তা, জ্যোতি যেভাবে ব্যাটিং করেছে তাতে সিরিজ জয় থেকেও বাংলাদেশ দলকে নিয়ে আরো বড় স্বপ্ন দেখা যেতেই পারে।

দলের প্রতিটি সদস্যকে নিজেদের দায়িত্বে নিবেদিত মনে হয়েছে। টপ অর্ডারের ধীর স্থির দায়িত্ব পূর্ণ ব্যাটিং দলের রসায়ন পাল্টে দিয়েছে। আশা করে বাংলাদেশ দলের এই সাফল্য আরো সাফল্যের জন্ম দিবে।

সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময় আমার পরিচিত অস্ট্রেলিয়ায় খেলে যাওয়া বাংলার কৃতি ক্রিকেটার জান্নাতুল সুমনার সাথে দেখা হয়েছে। সুমনা এখন বাংলাদেশে। একাডেমিতে কঠোর অনুশীলন করে দলে প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে। এই সিরিজে স্ট্যান্ড বাই ছিল। সুমনা বলেছে দলের সবাই এখন কঠোর অনুশীলন করছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং দলের বেঞ্চ স্ট্রেংথ অত্যন্ত সমৃদ্ধ।

আমি আশা করবো নারীদের সাফল্যের ধারাবাহিকতা আজ ওয়েস্ট ইন্ডিজ সফররত বাংলাদেশ পুরুষ দলকে ঘুরে দাঁড়াতে অনুপ্রাণিত করবে। বিজয়ের মাসে বিজয়ী জ্যোতি বাহিনীকে প্রাণঢালা অভিনন্দন।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − 10 =