‘বাফটা’য় সাত বিভাগে সেরা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’

‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ ৭৬তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে (বাফটা) সেরা সিনেমা, সেরা পরিচালকসহ সর্বোচ্চ সাত বিভাগে পুরস্কার পেয়ে ইতিহাস সৃষ্টি করেছে। বাংলাদেশ সময় রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

জার্মান সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ শুধু পুরস্কারই জেতেনি, নতুন রেকর্ড গড়েছে এই সিনেমা। ৭৬তম বাফটা অ্যাওয়ার্ডসে বিভিন্ন বিভাগে ‘নন ইংলিশ ফিল্ম’ হিসেবে সাতটি পুরস্কার জিতেছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। সেরা পরিচালক, সেরা ছবি, অ-ইংরেজি সেরা ছবির তকমা পেয়েছে এই সিনেমা।

এই ট্যালির অর্থ ইংরেজি ভাষায় তৈরি না হওয়া সিনেমা হিসেবে এই প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি সিনেমা নতুন রেকর্ড গড়েছে। এর আগে ‘নন ইংলিশ’ সিনেমা হিসেবে রেকর্ড গড়েছিল ১৯৮৮ সালের সিনেমা ‘সিনেমা প্যারাডিসো’। যা মোট পাঁচটি বাফটা পুরস্কার পেয়েছিল।

অন্যদিকে কলিন ফ্যারেল অভিনীত ‘দ্য ব্যানশিস অফ ইনিশেরিন’ দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পুরস্কার জিতেছে। এর মধ্যে সহকারী অভিনেতার দুই বিভাগই রয়েছে। ব্যারি কেওঘ্যান ও কেরি কনডন পেলেন এই দুই পুরস্কার, প্রথমে ভুলবশত অপর মনোনীত অভিনেত্রী ক্যারি ম্যালিগ্যানের নাম ঘোষণা করা হলেও তা পরে শুধরে নেওয়া হয়। সিনেমার লেখক ও পরিচালক মার্টিন ম্যাকডোনা ‘অরিজিন্যাল স্ক্রিনপ্লে’ ও ‘আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম’ বিভাগে পুরস্কার পেয়েছে।

‘ভ্যারাইটি’র সূত্রে খবর, রানি এলিজাবেথের নাতি প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ওয়েলসের রাজকুমারী রবিবার সন্ধ্যার এই অনুষ্ঠানের দর্শক ছিলেন রয়্যাল ফেস্টিভ্যাল হলে। ‘বাফটা’র সম্মানীয় প্রেসিডেন্ট পদে রয়েছেন প্রিন্স।

বাফটা বিজয়ীদের তালিকা: সেরা অ্যাডপ্টেড স্ক্রিনপ্লে: ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, সেরা সহ অভিনেত্রী: কেরি কনডন, সেরা সহ অভিনেতা: ব্যারি কেওঘ্যান, অ-ইংরেজি সেরা ছবি: ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, সেরা কাস্টিং: ‘এলভিস’, সেরা এডিটিং: ‘এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স’, সেরা সিনেম্যাটোগ্রাফি: ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, সেরা স্পেশাল ভিস্যুয়াল এফেক্টস: ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen + 14 =