বার্বির সাজে দেশীয় তারা

ছোটবেলার পুতুল খেলার দিনগুলোতে ফিরে যেতে দিন কয়েক আগেই ‘বার্বি’রূপে সেজেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, অনন্যা পাণ্ডেরা। মূলত এটি ছিল বিশ্বজুড়ে আলোচিত হলিউড ছবি ‘বার্বি’র প্রচারণা। এবার ‘বার্বি’রূপে পাওয়া গেছে বাংলাদেশের অভিনেত্রী-গায়িকাদের। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘বার্বি’।

এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় আয়োজন করা হয় বিশেষ প্রিমিয়ার শোয়ের। যেখানে অংশ নেন ‘বার্বি’র বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা রমজান মিয়া। এদিন স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখাকে সাজানো হয়েছিল গোলাপি রঙে। বিছানো হয় গোলাপি গালিচা।

সেই গালিচা মাড়িয়ে হলের ভেতরে প্রবেশ করেন ঢাকাই শোবিজের অনেক তারকা। ওপরের ছবিতে আছেন (বাঁ থেকে) নৃত্যশিল্পী-মডেল হৃদি শেখ, অভিনেত্রী সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, শাহতাজ ও গায়িকা জেফার রহমান। আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, জান্নাতুল ফেরদৌস পিয়াসহ বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − ten =