বিগ বসে অংশ নেবেন নুসরাত

শোনা যাচ্ছে সালমান খানের রিয়েলিটি শো বিগ বসে যাচ্ছেন এই টলি সুন্দরী। বিতর্কে ভরা বিগ বসের ঘরে নিজের বিতর্কিত জীবন নিয়ে প্রবেশ করতে চলেছেন তিনি। আপাতত সব কথা প্রায় পাকা। এখন শুধু কথা হচ্ছে পারিশ্রমিক নিয়ে। যদি এই খবর ঠিক হয় তবে টলিউড থেকে তিনিই প্রথম ঢুকবেন কালার্সের এই রিয়েলিটি শো-তে। এ বিষয়ে মুখ খোলেননি এখন। জানান, ‘এই নিয়ে আমি এখনই কিছু বলতে চাই না।’

নুসরাত বিগ বসের ঘরে গেলে কিন্তু মন্দ হবে না। অন্তত বাংলার মানুষ বেশ খুশি হবেন। শুধু প্রশ্ন উঠতে পারে এক বছরের খুদে ছেলেকে কার কাছে রেখে যাবেন। ঈশান কি অতদিন থাকতে পারবে মা-কে ছাড়া? অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র এই ব্যাপারে বলেন, ‘ঈশানের মা তো একজন গৃহবধূ নয়। কাজের জন্য বাইরে যেতে হতেই পারে। আর ঈশানের বাবা আছে। যশ একজন দায়িত্ববান বাবা। খুব ভালোভাবেই ও নিজের দুই সন্তানকে সামলে নিতে পারবে।’

নুসরাত জাহান মানেই যেন বিতর্ক। খুব ধুমধাম করে বিয়ে করেছিলেন ২০১৯ সালে। তাও আবার ডেস্টিনেশন ওয়েডিং। তখন সদ্য ভোটে জিতে সাংসদ হয়েছেন। তা নিয়েও বিতর্ক হয়েছিল। সাংসদ হিসেবে যখন শপথ নিলেন তখন নতুন বউ। তবে বছর পেরোতে না পেরোতেই সেই বিয়েই অস্বীকার করলেন নুসরত। জানালেন নিখিলের সঙ্গে যেটা হয়েছে তা বৈধ নয়। গেলেন আদালতে। সেখান থেকেও রায় দেওয়া হল অভিনেত্রীর স্বপক্ষেই।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 4 =