‘বিগ বস ১৯’ বিজয়ী হলেন গৌরব খান্না

‘বিগ বস ১৯’ মৌমুসের শিরোপা জয় করলেন অভিনেতা গৌরব খান্না। সংযত আচরণ, উপস্থিত বুদ্ধি এবং দারুণ বুদ্ধিমত্তার জোরেই তিনি প্রতিযোগিতার দৌড়ে সবাইকে পেছনে ফেলেছেন। যদিও সঞ্চালক সালমন খান আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, গৌরব খান্নাই হলেন এই মৌসুমের বাজির ঘোড়া। শেষ পর্যন্ত সেই বাজির ঘোড়াই মিনি পর্দার বিগ বস হয়ে চমক দেখালেন।

জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’ খ্যাত অভিনেতা গৌরব খান্নাকে ‘বিগ বস ১৯’-এর প্রথম দিন থেকে দর্শকরা সেভাবে নজরে রাখেননি। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো বেশি দূর যেতে পারবেন না। কিন্তু তার শান্ত স্বভাব এবং বিচক্ষণতাই তাকে সবার আগে এগিয়ে নিয়ে গেলো।

সঞ্চালক স‍ালমন খানের কাছে গৌরব খান্না ছিলেন ‘টেলিভিশনের সুপারস্টার’। গোটা সিজন জুড়েই সলমন তাকে এই নামেই ডাকতেন। সলমন খান আকার-ইঙ্গিতে বহুবার বুঝিয়ে দিয়েছিলেন যে, তিনি গৌরবের জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী ছিলেন।

চলতি বছরের ২৪ আগস্ট ‘বিগ বস’-এর অন্দরে পা রাখেন গৌরব। শুরু থেকেই তিনি জানান, তিনি শুধুমাত্র অর্থের জন্য এই আসরে যোগ দেননি, বরং একজন অভিনেতা হিসেবে নিজেকে যাচাই করতে এবং চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন বলেই বিগ বসে এসেছেন। যদিও তিনি যে এক নম্বর হবেন, তা স্বপ্নেও ভাবেননি।

মিনি পর্দার জনপ্রিয় বিয়ালিটি শো ‘বিগ বস ১৯’ আসরের বিজেতা হিসেবে গৌরব খান্না ৫০ লক্ষ টাকা পুরস্কার পেলেন। তার এই জয় প্রমাণ করল যে আপাতদৃষ্টিতে নীরব ও সংযত প্রতিযোগীও সঠিক কৌশল এবং বুদ্ধিমত্তা দিয়ে এই কঠিন খেলায় শীর্ষস্থান দখল করতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 3 =