বিটিভির ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচারে বরাদ্দ ১৪৮ কোটি টাকা

বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচারের জন্য যন্ত্রপাতি সংগ্রহ ও সংস্থাপনের কাজ পেল বেলজিয়াম ও ইতালি। একে সরকারকে ব্যয় করতে হবে ১৪৭ কোটি ৬৫ লাখ সাত হাজার ৯৩৭ টাকা।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক প্রস্তাবের বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের জানান, আজকের ক্রয় কমিটিতে টেবিলে উত্থাপিত প্রস্তাবসহ মোট ১৫টি প্রস্তাব উপস্থাপিত হলে সবগুলো প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তৃক ‘বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার প্রবর্তন’ প্রকল্পের প্রথম লটের আওতায় যন্ত্রপাতি সংগ্রহ ও সংস্থাপন কাজ বেলজিয়ামের স্টুডিওটেকের কাছ থেকে ৮১ কোটি ৩৭ লাখ এক হাজার ৮৪৩ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

একই প্রকল্পের দ্বিতীয় লটের আওতায় যন্ত্রপাতি সংগ্রহ ও সংস্থাপন কাজ বেলজিয়ামের স্টুডিওটেকের কাছ থেকে ৩৬ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৯২০ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া প্রকল্পের তৃতীয় লটের আওতায় যন্ত্রপাতি সংগ্রহ ও সংস্থাপন কাজ ইতালির গ্রিন পাওয়ার সিস্টেম এসআরএলের কাছ থেকে ২৯ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১৭৭ টাকায় টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 − 6 =