বিতর্কের মাঝেই ‘পাঠান’ জুটি শাহরুখ-দীপিকার নতুন ছবি পোস্ট

সম্প্রতি ‘পাঠান’ ছবির নতুন লুক শেয়ার করে ফের নজর কাড়লেন শাহরুখ-দীপিকা। নতুন ছবিতে দীপিকাকে দেখা গেল চকোলেট রঙের খোলামেলা পোশাকে। অন্যদিকে সাদা শার্টে শাহরুখ ফের দেখিয়ে দিলেন স্টাইলে তিনিই বলিউডে এক নম্বর। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘পাঠান’ ছবির নতুন গান ‘ঝুমে জো পাঠানে’র লুক। সেখানেই আগুন ঝরালেন দীপিকা ও শাহরুখ।

‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম’ ১২ ডিসেম্বর প্রকাশ্যে আসে । তাতেই তোলপাড় নেটদুনিয়া। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘বয়কট পাঠান’। নেটদুনিয়ার একাংশ গানের দৃশ্য শেয়ার করে ছবি বয়কটের ডাক দিয়েছে। ‘পাঠান’ ছবির গান ও বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলেন বিজেপি নেতাদের অনেকেই। ছবির বিরোধিতায় সুর চড়িয়েছেন সিপিএম নেতাও।

সমালোচনা যেমন হয়েছে, তেমনই গানটির সমর্থনেও সুর চড়িয়েছেন কেউ কেউ। ‘পাঠান’ বিতর্কে বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূলের তারকা সাংসদ নুসর‍াত জাহানও। বিতর্কের মাঝে ‘পাঠান’ ছবির দ্বিতীয় গান নিয়ে শাহরুখের ঘোষণায় খুশি অনুরাগীরা। ওই গানটি কেমন হয়, তা নিয়ে উন্মাদনা তুঙ্গে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen + thirteen =