বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬

কাল ঘটনাবহুল  ২০২৫ র শেষ দিনটি পাওয়া না পাওয়ার অম্ল মধুর স্মৃতি আর সৃষ্টি সুখের উন্মাদনায় কেটে গেলো অস্ট্রেলিয়ার অনুপম পর্যটন শহর গ্ল্যাডস্টোনে। বাংলাদেশী হিসাবে সঙ্গত কারণেই মনটা ব্যথা কাতর ছিল ঢাকায় প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্য এবং দাফন বিষয়ে চির বিদায় চিন্তায়। একই সঙ্গে চিন্তা নাতি নাতনিদের সঙ্গে বছরের শেষ দিন আর নতুন বছর প্রথম দিন উৎযাপন ভাবনা।

সকালে নামাজের পর এপার্টমেন্টের ব্যালকনি থেকেই শেষদিনের সূর্য উদয় দেখলাম। একটু আগেই সকালের নাস্তা খেয়ে পাকা আম সংগ্রহ করতে গেলাম। কাল প্রতিশ্রুতি দিয়ে আসা আমের বাগানে। দিনেও অনেক বোয়েন জাতের পাকা আম তুললাম গাছ থেকে। সৌখিন আম চাষি বাগানের পুরো আম পাখির জন্য চাষ করে। আমাদের সানন্দে গাছের আম তুলতে সহায়তা করলো।

বাসায় ফিরে উপাদেয় দুপুরের খাবার খেলাম। এরপর এবারের সফরের সবচেয়ে আকর্ষণীয় ছিল কার্টিস আইল্যান্ড ফেরিতে গ্রেট বেরিয়ার রিফ অঞ্চলে ত্রুজ। প্রশান্ত মহাসাগরে মুক্তোর মতো ছড়িয়ে থাকা ছোট ছোট দ্বীপগুলোর মোহনীয় রূপ না দেখলে বর্ণনা সহজ নয়। এক একটি দ্বীপের এক এক ধরনের ভিন্ন আকর্ষণ। আছে দুটি কোল টার্মিনাল, তিন তিনটি এলএনজি টার্মিনাল।

অস্ট্রেলিয়ার ৬০% কুকিং এবং স্টিমিং কোল এবং ৭৫% এলএনজি এখান থেকেই চীন, জাপান, ভারতসহ দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, আফ্রিকা, ইউরোপে রপ্তানি হয়। অনেকের ধারণা এই সব কারণে গ্রেট ব্যারিয়ার রিফ প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে। তবে বিষয়টি নিয়ে আলোচনায় স্থানীয় বা বিদেশি পর্যটকদের আদৌ বিচলিত মনে হয়নি।

৩ ঘণ্টার সমুদ্র ভ্রমণ কালে ৪টি দ্বীপ দেখার সৌভাগ্য হয়েছে। ফাতিমা, জোহের খুব উপভোগ করেছে। এপার্টমেন্টে ফিরে ব্যালকনি থেকে ২০২৫ শেষ সূর্যাস্ত দেখলাম। সাগর পাড়ের প্রকৃতিকে আবীর রংয়ে রাঙিয়ে বিদায় নিলো ২০২৫।  বিদায় ঘটনা বহুল ২০২৫।

ইলেকট্রনিক মিডিয়ায় দেখলাম বাংলাদেশের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা এবং রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হওয়ার ব্যাথাতুর দৃশ্য।  বাংলাদেশের একজন মহিয়সী নারী হয়ে গেলেন ইতিহাস।

সন্ধ্যায় একবার এবং মাঝরাতে আরেকবার ফায়ার ওয়ার্কস দিয়ে বিশ্বের অন্যান্য শহরের মতো খ্রিস্টীয় নতুন বর্ষ ২০২৬ বরণ করলো প্রশান্ত পারের গ্ল্যাডস্টোন। আমাদের আজ ৫ দিনের সফর শেষে ফিরে যাবার পালা। অনেক দিন মনে থাকা গ্ল্যাডস্টোন সফরের স্মৃতি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 − 1 =