বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ-এর সাথে আজ সচিবালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনরি (Iwama Kiminori) সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত, পুনরায় প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, জ্বালানি মহাপরিকল্পনা, সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আমরা সমন্বিতভাবে কাজ করবো। বাংলাদেশে জাপানিজ কোম্পানিগুলোর কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

প্রতিমন্ত্রী জাপানের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, জাপান বাংলাদেশর পরীক্ষিত বন্ধু। জাপানিজ কোম্পানিগুলোর বিনিয়োগকে আমরা অগ্রাধিকার দেই। এ সময় বাংলাদেশে বিনিয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়।

স্বাক্ষাৎকালে অন্যান্যের মাঝে JETRO (Japan External Trade Organization) -এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আন্দু ইউজি (Ando Yuji) উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three + ten =