সালেক সুফী: জমে উঠেছে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানের ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল ২০২৫। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন আঙ্গিকে অনুষ্ঠিত সংক্ষিপ্তম ভার্শনের টুর্নামেন্টটির গুণগত মানের উন্নতি খুব একটা পরিবর্তন না হলেও বিপুল সংখক দর্শক সমাগম হয়েছে ঢাকার মীরপুর এবং সিলেট জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের খেলাগুলোতে। উন্নতি পরিলক্ষিত হয়েছে উইকেটগুলোর চরিত্র পরিবর্তিত হওয়ায়। প্রায়শই ১৮০-২০০ রান হচ্ছে। সেই রান সফল ভাবে তাড়া করে ম্যাচ জয় দেখছি। ঢাকা এবং সিলেটে প্রাথমিক পর্বের খেলাগুলো শেষে সাত দলের টুর্নামেন্টে সবগুলো ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স নক আউট রাউন্ডে খেলা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে। চার ম্যাচে তিন জয় নিয়ে দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম কিংস। তারকা সমৃদ্ধ ফরচুন বরিশাল ৫ ম্যাচ খেলে দুইবার রংপুরের কাছে হেরে আছে তৃতীয় স্থানে। খুলনা টাইগার্স , সিলেট স্ট্রাইকার্স ,দুর্বার রাজশাহী সবাই ৪ পয়েন্ট অর্জন করে হাড্ডাহাড্ডি লড়াই করছে। সাত ম্যাচে মাত্র একটি জয় নিয়ে সবার শেষে আছে ঢাকা ক্যাপিটাল। চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকায় ফিরবে বিপিএল। চট্টগ্রাম পর্বেই হয়তো নির্ধারিত হবে রংপুর রাইডার্সের সঙ্গে কোন তিনটি দল নক আউট খেলবে।
অন্নান্য ফ্রাঞ্চাইজি লীগের ( আইপিএল, বিগব্যাশ ,পিএসএল ) তুলনায় বিপিএলে উন্নত মানের বিদেশী খেলোয়াড় নেই. বিসিবি সরকার পরিবর্তনের ধারার বেশ কিছু নতুন বিষয় সংযুক্ত করেছে। টিকেট নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হলেও উন্নত উইকেট ,বাংলা ধারাভাষ্যের সংযোজন , পরিবেশ সংরক্ষণের ব্যবস্থা, গণবিপ্লবের বীর দের স্মরণের উদ্যোগ ভালো লেগেছে। কিন্তু মাঠ ছোট করার বিষয়টি প্রশ্ন তুলেছে। প্রচুর ছক্কা হচ্ছে। ম্যাচ আন্তর্জাতিক পরিমাপের হলে ব্যাটসম্যান ,বোলার সবার জন্যই ভালো হত। ভালো লাগছে স্থানীয় খেলোয়াড়রা ব্যাটিং এবং বোলিং ভালো করছে দেখে। স্থানীয় ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবাল, জাকির হাসান, জাকের অনিক, তানজিদ তামিম, রনি তালুকদার ,মেহেদী মিরাজ, আনামুল হক ভালো ব্যাটিং করছে। দুর্দান্ত ফর্মে ফিরেছে লিটন কুমার দাস. বোলারদের মধ্যে তাসকিন ,নাহিদ রানা ,তানজিদ শাকিব, নাসুম ভালো করছে। একটি ম্যাচ অবিশ্বাস্য ব্যাটিং করে শেষ ওভারে ৩০ তুলে জিতিয়েছে নুরুল হাসান সোহান। তাসকিন একটি খেলায় একাই ৭ উইকেট তুলে নিয়েছে। লিটন এবং তানজিদ তামিম প্রথম উইকেট জুটিতে টি ২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের মাইল ফলক স্থাপন করেছে। একসময়ের দুর্দান্ত প্রতিভাধর খেলোয়াড় সাব্বির রুম্মন ফিরেছে নিজের মূর্তিতে।
আমি সনাতন মানুষ তাই প্রধানত টেস্ট ক্রিকেট বেশি পছন্দের। কিন্তু বিপিএল ২০২৫ ধারাভাষ্য বাংলা /ইংরেজিতে আয়োজিত হওয়ায় নিয়মিত দেখছি শুনছি। টুর্নামেন্টের ম্যান কিছুটা উন্নত হওয়ায় ,ডিআরএস সংযোজিত থাকায় এবং আম্পায়ারিং মানের উন্নয়ন ঘটায় আশা করি আগামী দিনগুলোতে আবারো বিশ্বসেরা খেলোয়াড়রা বিপিএলে আবারো ফিরে আসবে।
এযাবৎ শীর্ষে থাকা রংপুর রাইডার্স সমন্বিত দলীয় পারফরম্যান্স এবং কিছুটা ভাগ্যের সহায়তায় সবগুলো ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে। একই কারণে দলের তারকা খেলোয়াড়েরা প্রত্যাশা অনুযায়ী জ্বলে না ওঠায় তারকা সমৃদ্ধ ফরচুন বরিশাল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না. হতাশ হয়েছি ঢাকা কাপিটালসের ক্রমাগত হারতে দেখে।
জানিনা অবশিষ্ট খেলাগুলোতে পরিস্থিতির কতটা পরিবর্তন হবে. টুর্নামেন্টের শেষ দিকে হয়তো বিশ্বমানের কিছু খেলোয়াড় হয়তো দেখা যেতেও পারে। সতর্ক থাকতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের কোন খেলোয়াড় বিশেষ করে তাসকিন ,নাহিদ রানা যেন অপরিমিত ওয়ার্ক লোডের কারণে পরিশ্রান্ত না হয়ে পরে. যোগ্য দল ভালো খেলে টুর্নামেন্ট জিতে নিক. কিন্তু কোন অবস্থায় যেন ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ না ওঠে.