বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ‘প্রস্তুতিমূলক’ সিরিজের সূচি চূড়ান্ত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। জুনে অনুষ্ঠিতব্য সে বিশ্বকাপকে সামনে রেখে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের একটি প্রস্তুতিমূলক সিরিজ খেলবে বাংলাদেশ। সে সিরিজের সূচি ঘোষণা করেছে ইউএসএ ক্রিকেট। খবর বার্তা২৪.কম

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ সে টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ২১ মে। এরপর একদিন বিরতি দিয়ে বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে ২৩ ও ২৫ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসিসি)।

বাংলাদেশের আগে কানাডার বিপক্ষেও সিরিজ খেলার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের। প্রতিবেশী দেশটির বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। সেই ম্যাচগুলোর সূচিও জানিয়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

এই দুই সিরিজ নিয়ে ইউএসএসির চেয়ারম্যান ভেনু পিসিকে বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই ম্যাচগুলো আমাদের দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ম্যাচের সূচির প্রস্তাবে সমর্থন জানানোয় আমি আইসিসি, ক্রিকেট কানাডা ও বিসিবিকে ধন্যবাদ জানাই।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

15 + seven =