জিম্বাবুয়ে ও ওমানের মধ্যকার ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সের লড়াই। দুই গ্রুপের সেরা ছয় দল সুপার সিক্সে খেলার যোগ্যাতা অর্জন করেছে। ‘এ’ গ্রুপ থেকে জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস ও ওয়েস্ট ইন্ডিজ এবং ‘বি’ গ্রুপ থেকে শ্রীলংকা, স্কটল্যান্ড ও ওমান সুপার সিক্সের টিকিট পায়।
আইসিসির নিয়ম অনুযায়ী, সুপার সিক্সে ‘এ’ গ্রুপের দলগুলো লড়বে ‘বি’ গ্রুপের দলগুলোর সাথে। গ্রুপ পর্ব থেকে সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে খেলবে শ্রীলংকা ও জিম্বাবুুয়ে। ২ করে পয়েন্ট নিয়ে সুপার সিক্সে লড়বে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। শূন্য হাতে খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও ওমান। কারন সুপার সিক্সে ওঠা দলগুলোর বিপক্ষে জয় পায়নি ওয়েস্ট ইন্ডিজ ও ওমান।
সুপার সিক্স শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দু’টি দল ভারতের মাটিতে অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সুপার সিক্সের শীর্ষ দু’দলকে নিয়ে আগামী ৯ জুলাই অনুষ্ঠিত হবে বাছাই পর্বের ফাইনাল।
সুপার সিক্সের সূচি :
২৯ জুন : জিম্বাবুয়ে-ওমান, বুলাওয়ে
৩০ জুন : শ্রীলংকা-নেদারল্যান্ডস, বুলাওয়ে
১ জুলাই : স্কটল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, হারারে
২ জুলাই : জিম্বাবুয়ে-শ্রীলংকা, বুলাওয়ে
৩ জুলাই : নেদারল্যান্ডস-ওমান, হারারে
৪ জুলাই : জিম্বাবুয়ে-স্কটল্যান্ড, হারারে
৫ জুলাই : ওয়েস্ট ইন্ডিজ-ওমান, হারারে
৬ জুলাই : স্কটল্যান্ড-নেদারল্যান্ডস, হারারে
৭ জুলাই : শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজ, হারারে
৯ জুলাই : ফাইনাল
বাসস