বিশ্বখ্যাত ঔপন্যাসিক মিলান কুন্ডেরা মারা গেছেন

বিশ্বখ্যাত ঔপন্যাসিক মিলান কুন্ডেরা মারা গেছেন। গতকাল মঙ্গলবার (১১ জুলাই) ৯৪ বছর বয়সে প্যারিসে তার মৃত্যু হয়। আজ বুধবার তার প্রকাশকদের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মিলান কুন্ডেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন।

১৯২৯ সালে চেকোশ্লোভাকিয়ার নো শহরে মিলান কুন্ডেরার জন্ম। তার পড়াশোনা, বড় হয়ে ওঠা সবই ব্রুনোতে। পরে প্রাগের শার্ল বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে সাহিত্য ও নন্দনতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন। স্কুলে পড়ার সময়ে মিলান কুন্ডেরার কবিতা লেখার শুরু। ১৯৬৭ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘দ্য জোক’। এরপর ‘লাফেল লাভ’ প্রকাশিত হয় ১৯৬৯-এ।

চাকরি হারিয়ে, কম্যুনিস্ট পার্টি থেকে বরখাস্ত হয়ে ১৯৭৫-এ স্ত্রীকে নিয়ে চলে যান ফ্রান্সে। শুরু হয় তার নতুন জীবন। তার সবচেয়ে বেশি পঠিত উপন্যাস ‘লাইফ ইজ এলসহোয়ার’। তার চেক ভাষায় লেখা শেষ উপন্যাস ‘ইমমর্টালিটি’। আর ১৯৯৫ সালে প্রকাশিত ‘স্লোনে ‘ ফরাসি ভাষায় লেখা কুন্ডেরার প্রথম উপন্যাস।

তার অপর উপন্যাসগুলো হলো ‘দ্য ফেয়ারওয়েল পার্টি’, ‘দ্য আনবিয়ারল লাইটনেস অব বিয়িং’, ‘আইডেন্টিটি’, ‘ইগনোরেন্স’ ইত্যাদি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 − one =