বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার ব্যাটার রোনাল্ড ড্রাপার মারা গেছেন। খবর বাসস
৯৮ বছর ৬৬ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার গেবেখায় মারা যান ড্রাপার। শুক্রবার তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। জীবিত সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার ছিলেন তিনি।
৪৮টি প্রথম শ্রেনির ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটার ও উইকেটরক্ষক ড্রাপার। ১১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৩২৯০ রান করেছেন তিনি।
১৯৫০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি টেস্ট খেলেন ড্রাপার। তিন ইনিংস ব্যাট করে মাত্র ২৫ রান করেছেন এই ডান-হাতি ব্যাটার।
ড্রাপারের মৃত্যুা পর বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত টেস্ট ক্রিকেটার এখন অস্ট্রেলিয়ার নিল হার্ভে। এখন হার্ভের বয়স ৯৬ বছর ১৪৪ দিন।
১৯৪৫-৪৬ মৌসুমে ১৯তম জন্মদিনে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই অরেঞ্জ ফ্রি স্টেটের বিপক্ষে ইস্টার্ন প্রভিন্সের হয়ে সেঞ্চুরি করেন ড্রাপার।