বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের মৃত্যু

হোসে পাউলিনো গোমেজের আর মাত্র ৭ দিন পরেই ছিল ১২৮তম জন্মদিন। কিন্তু তার আগেই ১২৭ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক এই মানুষটি মারা গেলেন। তিনি ব্রাজিলের বাসিন্দা। জানা গেছে, নিজের বাড়িতেই গত শুক্রবার তার মৃত্যু হয়। ১৮৯৫ সালের ৪ আগস্ট জন্ম হয় পাউলিনোর। দু’টি বিশ্বযুদ্ধের পাশাপাশি তিনটি মহামারি দেখেছেন তিনি। সাত সন্তানের পাশাপাশি নিজের চতুর্থ প্রজন্মেরও সাক্ষী থেকেছেন পাউলিনো। ১৯১৭ সালে পাউলিনোর বিয়ে হয়। সেই সার্টিফিকেট থেকেই তার বয়সের প্রমাণ মেলে। গোমেজকে শনিবার সমাধিস্থ করা হয়েছে।

ব্রাজিলের করেগো ডেল কাফেতে দীর্ঘদিন ধরে বসবাস করতেন পাউলিনো। মৃত্যুর চার বছর আগে পর্যন্তও নিয়মিত ঘোড়া চালাতেন তিনি। পশুদের পোষ মানানোর কাজকেই পেশা হিসাবে বেছে নিয়েছিলেন। বয়স হয়ে গেলেও পশুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন। এ ছাড়াও, স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্য খেয়েই দিন কাটাতেন পাউলিনো। মাঝে মাঝে মদ্যপানেরও অভ্যাস ছিল তার। ১৯১৭ সালে তিনি বিয়ে করেন।

পরিবার সূত্রে জানা যায়, শেষ দিকে তার একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়েছিল। বয়সজনিত অসুস্থতার কারণেই মৃত্যু হয় পাউলিনোর। তবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসাবে তার নাম উল্লেখ  নেই। এর আগে সবচেয়ে বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড ছিল ফ্রান্সের জেন ক্যালমেন্টের। ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে তার মৃত্যু হয়। বর্তমানে সবচেয়ে বেশি বয়সী হিসাবে নজির রয়েছে স্পেনের মারিয়া মোরেরার। তার বয়স ১১৫ বছর।

সাত সন্তান, ২৫ নাতি, ৪২ পুতি, ১১ নাতির নাতি রেখে মৃত্যুবরণ করেছেন হোসে পাউলিনো গোমেজ। হোসের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থতার কারণে তিনি ভুগছিলেন। শুক্রবার তার শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে থাকে এবং রাতেই তার মৃত্যু হয়। হোসে সাধারণত চাষবাস এবং পশুপালন নিয়ে থাকতেন। মাঝেমধ্যে মদ্যপান করতে পছন্দ করতেন।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, ১১৬ বছর বয়সি মারিয়া ব্রানিয়াস মোর ‘বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তি’। মোরের জন্ম ১৯০৭ সালের ৪ মার্চ। ‘বিশ্বের প্রবীণতম জীবিত পুরুষ’ হিসাবে নাম রয়েছে ভেনিজুয়েলার হুয়ান ভিসেন্তে পেরেজের। তার বয়স ১১৪ বছর। এর আগে সবচেয়ে বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড ছিল ফ্রান্সের জেন ক্যালমেন্টের। ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight − 2 =