বিস্পোক এআই রেফ্রিজারেটরের সাথে বিনামূল্যে মাইক্রোওয়েভ ওভেন মিলছে

রেফ্রিজারেটর ও মাইক্রোওয়েভ ওভেনের বান্ডেল ডিল নিয়ে এসেছে স্যামসাং। এই ক্যাম্পেইন চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

ক্রেতাদের পৃথক চাহিদার কথা মাথায় রেখে ক্যাম্পেইনটিতে থাকছে তিনটি ভিন্ন অফার। পছন্দ অনুযায়ী ক্রেতারা যেকোনো অফার বেছে নিতে পারবেন। স্যামসাং এআই রেফ্রিজারেটর আরটি৪৭ ৮এ অথবা আরটি৪৭ ২২ মডেলের প্রতিটির সাথে ক্রেতারা পাবেন বিনামূল্যে স্যামসাং ২৩ লিটারের সোলো মাইক্রোওয়েভ ওভেন, গ্রিল মাইক্রোওয়েভ ওভেনের ওপর ৭০ শতাংশ মূল্য ছাড় অথবা কনভেকশন মাইক্রোওয়েভ ওভেনের যেকোন মডেলের ওপর ৫০ শতাংশ মূল্য ছাড়। সাধারণ সোলো মাইক্রোওয়েভ ওভেন, গ্রিল ফিচারের ওভেন কিংবা মাল্টিফাংশনাল কনভেকশনাল ওভেন, ক্রেতারা যাতে নিজেদের পছন্দ ও চাহিদা উভয়ের সমন্বয়ে সেরা ডিল বেছে নিতে পারেন, ক্যাম্পেইনে এ সুবিধা নিশ্চিত করা হয়েছে।

স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর এ ক্যাম্পেইন সম্পর্কে বলেন, “আমরা চাই ক্রেতারা নিজেদের ঘরে সেরা অভিজ্ঞতা উপভোক করুক, আর এজন্যই বিভিন্ন আপগ্রেড ডিলসের মাধ্যমে হোম অ্যাপ্লায়েন্স প্রযুক্তি সবার কাছে পৌঁছে দিতে কাজ করছি। এরই মধ্যে আমরা বেশ ইতিবাচক সাড়া পেয়েছি, তাই সবাইকে সীমিত সময়ের অফারটি উপভোগের আহ্বান জানাচ্ছি।”

দেশজুড়ে সকল র্যাং গস ইমার্ট ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের শোরুমে ক্রেতারা দারুণ এ অফার উপভোগ করতে পারবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 2 =