বিয়ে করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’র পলাশ

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র কাবিলা খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ বিয়ে করেছেন। সম্প্রতি পারিবারিক আয়োজনে তিনি নতুন জীবন শুরু করেছেন। তার স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। পলাশের বিয়ের খবরটি নিশ্চিত করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা কাজল আরেফিন অমি।

জানা গেছে, নাফিসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন। পাশাপাশি একটি প্রতিষ্ঠানেও কর্মরত আছেন। দুই পরিবারের সম্মতিতে তারা ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছেন। আগামী ফেব্রুয়ারিতে বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা করবেন পলাশ-নাফিসা।

বিয়ে প্রসঙ্গে পলাশ বলেছেন, ‘বাবা-মায়ের পছন্দেই বিয়ে করেছি। কর্মব্যস্ততায় সেরকম আনুষ্ঠানিকতা করতে পারিনি। সবার কাছে দোয়া চাই, যেন সুখে-শান্তিতে আমরা সারাজীবন একসঙ্গে থাকতে পারি।’

উল্লেখ্য, নির্মাতা হওয়ার স্বপ্ন নিয়ে শোবিজে পা রাখেন জিয়াউল হক পলাশ। এরপর তিনি অভিনয়ে জড়িয়ে পড়েন। কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে কাবিলা চরিত্রে অভিনয় করে তিনি দেশজুড়ে জনপ্রিয়তা লাভ করেছেন। পাশাপাশি একাধিক ওটিটি কনটেন্টে কাজ করেও প্রশংসা পেয়েছেন।

এর পাশাপাশি নিজের নির্মাণের কাজও চালিয়ে যাচ্ছেন সমান তালে। একাধিক নাটক ও বিজ্ঞাপনচিত্রে সম্ভাবনা জাগিয়েছেন এই তরুণ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × 1 =