বুবলীর খোঁজ পাওয়া যাচ্ছে না

স্বামী সন্তানের কথা জানান দিয়ে হঠাৎ উধাও বুবলী। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বুক থেকে আড়াই বছরের পাথর নামানোর পর, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না!

না ফোনে, না হোয়াটসঅ্যাপে না সোশ্যাল হ্যান্ডেলে। এমনকি খোঁজ মিলেছে না নিজ বাসাতেও! এদিন দুটি সিডিউল দেওয়া ছিল তার, সেগুলোও বাতিল করেছেন নায়িকা। অনেকটা ফিনিক্স পাখির মতো, হঠাৎ উধাও। অথচ ‘বেবিবাম্প’ বিতর্কের মাঝেও নায়িকা দিব্যি শুটিং করেছেন, কথা বলেছেন মিডিয়ার সঙ্গে।

গেল ক’দিনের বেবিবাম্প গুঞ্জন ছাপিয়ে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টা নাগাদ বুবলী-শাকিব দু’জনেই নিজ নিজ ফেসবুক-পেজ দেয়ালে প্রকাশ করেছেন তাদের সন্তান শেহজাদ খান বীরের ছবি। বলেছেন, ‘ও আমাদের সন্তান’। চেয়েছেন দোয়া।

মূলত এরপরই, তার উত্তরার বাসা অভিমুখে ছুটতে থাকেন গণমাধ্যমকর্মী আর ভক্তরা। উদ্দেশ্য, প্রিয় নায়িকাকে একনজর দেখা কিংবা তার মুখে সরাসরি কিছু শোনা। কিন্তু বাসার দারোয়ান ও প্রতিবেশীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সকাল থেকে বাসায় নেই বুবলী! রাতেও বাসায় ছিলেন কি না, জানেন না কেউ।

এ তো গেল বাসার খবর, বুবলীকে পাওয়া যাচ্ছে না শুটিং স্পটেও। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) জাকির হোসেন রাজুর ‘চাদর’ সিনেমার সেটে থাকার কথা ছিল তার। যেমনটা ছিলেন গত কয়েকদিন। নির্মাতা জানালেন, বুবলী আজ আসতে পারবেন না বলে শুটিং প্যাকআপ করা হয়েছে।

এদিকে, একইদিন সন্ধ্যায় ‘চাদর’ ইউনিট থেকে বুবলীর যোগ দেয়ার কথা ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার রিহার্সালে নিকেতনে। যেখানে একটি রোম্যান্টিক গানের নাচের প্র্যাকটিস করার কথা ছিল তার। কারণ, ১ অক্টোবর এই গানটি শুটিংয়ের মাধ্যমে শেষ হওয়ার কথা ছিল সিনেমাটির কাজ। খোঁজ মিলেছে, নাচের প্র্যাকটিস বাতিল করেছেন বীরের মা বুবলী।

অথচ বুবলী নিজেও গতকাল (২৯ সেপ্টেম্বর) তার ফেসবুক হ্যান্ডেলে শুটিংয়ে ফেরার বিষয়টি জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন, লিখেছেন তপু খানের পরিচালনায় ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং প্রস্তুতি নিচ্ছেন।

তবে কি ১ অক্টোবর নতুন জীবনের প্রথম শুটিংয়ে অংশ নিচ্ছেন না শাকিব-বুবলী দম্পতি? জবাব মেলেনি সিনেমা সংশ্লিষ্টদের পক্ষ থেকে। তবে একটি বিশ্বস্ত সূত্র বলছে, ‘এই কাজটি শনিবার হচ্ছে। শুটিংয়ে জনসমাগম এড়ানোর জন্যই বিষয়টি প্রকাশ করছে না কেউ।’

সূত্র বলছে, ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার সব শুটিং শেষ। শুধু একটি গানই বাকি। ফলে শাকিব-বুবলী দুজনেই চাইছেন কাজটি যেভাবেই হোক শেষ করে দিতে। কারণ, এটাই নাকি হতে যাচ্ছে এই জুটির শেষ সিনেমা! কারণ, শেহজাদ সন্তান হিসেবে প্রকাশ্য স্বীকৃতি পেলেও; তার বাবা-মায়ের বিয়ে অথবা বিচ্ছেদের তথ্য কিন্তু এখনও অজানা।

নিউজজি২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × 1 =