বৃষ্টিতে মুগ্ধ মৌ

তানিয়া বৃষ্টি, এই প্রজেক্টের নন্দিত অভিনেত্রী। তার অভিনীত নাটকগুলোর প্রতি এখন রয়েছে দর্শকের প্রবল আগ্রহ। যে কারণে এই মুহুর্তে তিনি দর্শকের কাছে যেমন ভীষণ পছন্দের ঠিক তেমনি প্রযোজক পরিচালকদের কাছেও তিনি রয়েছেন চাহিদার শীর্ষে। এরইমধ্যে গেলো ঈদে তানিয়া বৃষ্টি অভিনীত ‘সব দোষ হোসেন আলীর’, ‘কাছের মানুষ’, ‘আড়াই তালাক’, ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’, ‘নুসাইবা’, ‘জš§’, ‘বিয়ে করে বিপদে’ নাটকগুলো দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। তানিয়া বৃষ্টির সঙ্গে এই প্রজেক্টের অভিনেত্রী মৌসুমী মৌ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তাই তানিয়া বৃষ্টিকে শুভ কামনা জানিয়ে মৌ তার ফেসবুক ওয়ালে একটি চমৎকার কথা লিখেছেন। মৌসুমী মৌ লিখেছেন, ‘একটা মানুষ জাস্ট এতোটা সুন্দর কিভাবে হতে পারে? তার আচার আচরণ এতটাই সুন্দর যে যতই দেখি ততই মুগ্ধ হই। মিডিয়াতে আমার সবচেয়ে পছন্দের বৃষ্টি আপি।’ এই পোষ্টে অনেকেই তানিয়ার অভিনয়ের প্রশংসা করেন। এদিকে মৌসুমী মৌ অভিনীত ‘ভুলে যেও আমায়’ নাটকটি এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। এটি পরিচালনা করেছেন রেজা মাহমুদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 + one =