বৃহস্পতি এখন তুঙ্গে

সালেক সুফী

বাংলাদেশ ক্রিকেটে বৃহস্পতি এখন তুঙ্গে। ওডিআই ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের পর অপেক্ষাকৃত পিছিয়ে থাকা টি২০ এবং টেস্ট ক্রিকেটেও জয় আসছে। পরিণত অভিজ্ঞ বিশ্বমানের কয়েকজন খেলোয়াড়দের পাশে প্রতিভাবান কিছু ভয় ডরহীন তরুণ যুক্ত হওয়ায় বাংলাদেশ ধারবাহিকভাবে জয় পাচ্ছে। মনে হয় বিশ্ব পর্যায়ের কোনো টুর্নামেন্ট থেকে শিরোপা জয় এখন হাতছানি দিয়ে ডাকছে। হতে পারে সেটি এশিয়া কাপ বা আরো একটু উঁচু আশা নিয়ে স্বপ্ন দেখলে বিশ্বকাপ।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবুজ ঘাসে ঢাকা বাউন্সি উইকেটে যেভাবে ৫৪৬ রানের মাইল ফলক জয় পেয়েছে বাংলাদেশ সেটি থেকে আশায় বুক বাধতেই পারে বাংলাদেশ। শুধু এটি বাংলাদেশের রেকর্ড ব্যাবধানে জয় নয়, একবিংশ শতাব্দীতেই এতো বিশাল ব্যাবধানে জয় পায়নি কোনো দেশ।

প্রশ্ন আসতে পারে প্রতিপক্ষ আফগানিস্তানের সক্ষমতা নিয়ে। হয়তো কিছু বিশ্বমানের খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে নবীন খেলোয়াড়দের খেলিয়েছে ওরা। কিন্তু বাংলাদেশ সাকিব, তামিম ছাড়া খেলেছে। ভিন্ন মেজাজের উইকেটে বোলার, ব্যাটসম্যানরা প্রচণ্ড গরমে যেভাবে খেলেছে বলা যেতেই পারে বাংলাদেশের লাল বল ক্রিকেট দর্শন পাল্টে গেছে। অনেকে বলতে শুরু করেছে বাংলাদেশ হয়তো নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা টেস্ট দলের উপকরণ পেয়ে গাছে।

২০২২ শেষ দিক থেকেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট ধারাবাহিক সাফল্য আসছে তিন ফরম্যাটে। দেশে ভারত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড দলের বিরুদ্ধে সাফল্য পেয়েছে।  নাজমুল হোসাইন শান্ত এখন সব ফরম্যাটে তুখোড় ব্যাটসম্যান, নবীন তাওহীদ হৃদয় বিশ্বমানের প্রতিভার ঝলক দেখাচ্ছে। এবার দেখলাম জয়, জাকির পরিণত ব্যাটসম্যানের মতো ব্যাট করলো।

লিটন, মোমিনুল, মুশফিক নিজেদের ছন্দে আছে। তাসকিন, শরিফুল, এবাদত, হাসান মাহমুদ এখন পেসি, বাউন্সি উইকেটে সাদা অথবা লাল বলে ম্যাচজয়ী বোলার। মেহেদী মিরাজ নিজেকে চৌকষ খেলোয়াড় হিসাবে পরিণত করছে। বলা যায় বাংলাদেশের এই উজ্জীবিত দল পরিবর্তিত দৃষ্টিভঙ্গি নিয়ে জয়ের জন্য খেলছে।  খেলোয়াড়দের মধ্যে নিজেদের ছাড়িয়ে যাবার সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে।

জুলাই মাসে ওডিআই, টি২০ খেলতে আসবে আফগানিস্তান।  সাদা বলে ওরা অনেক শক্তিশালী দল।  এর পর শক্তিশালী নিউ জিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের ২০২৩-২৫ পর্বের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন। আছে এশিয়া কাপ এবং বিশ্বকাপ।

আমাদের লক্ষ্য স্থির রেখে খেলোয়াড়দের চাঙ্গা রাখতে হবে। সাফল্য সাফল্যের জন্ম দেয়।  আমি বাংলাদেশের ক্রিকেটে এখন অস্ট্রেলিয়ান ক্রিকেটের ছায়া দেখছি।  প্রতিপক্ষ যেই হোক না কেন ক্যাঙ্গারু ক্রিকেটের দর্শন হলো জয়ের জন্য খেলা, কখনো হাল ছেড়ে না দেওয়া।

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ক্ষেত্রেই উন্নয়নের ছোয়া লেগেছে। সব কিছুতেই আরো কিছুটা পরিশীলিত হতে হবে। বাংলাদেশ ক্রিকেটের সূর্যোদয়ের সাক্ষী হিসাবে বাংলাদেশকে জয়ের ধারায় দেখে গর্ব হয়। দিব্যদৃষ্টিতে দেখছি বাংলাদেশ অচিরেই বৈষয়িক আসর থেকে এক বা একাধিক শিরোপা তুলে নিবে। বৃহস্পতি এখন বাংলাদেশ ক্রিকেটে বসত করছে।

সালেক সুফী: আন্তর্জাতিক ক্রীড়া বিশ্লেষক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 3 =