বেবী নাজনীনের জন্মদিন আজ

ব্লাক ডায়মন্ড খ্যাত সংগীত তারকা বেবী নাজনীনের জন্মদিন আজ ২৩ আগস্ট। এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, ওই রংধনু থেকে কিছু কিছু রং এনে দাওনা, ও বন্ধুরে তুই কতদূরে, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, আমার ঘুম ভাঙ্গাইয়া গেলরে মরার কোকিলে, দুচোখে ঘুম আসে না, কাল সারারাত ছিল স্বপনেরও রাত, ও বন্ধু তুমি কই কই রেসহ এমন অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে চার দশকেরও বেশি সময় তিনি সমৃদ্ধ করেছেন বাংলা গানের ভাণ্ডার।

আধুনিক গানের বাজারে সর্বাধিক সংখ্যক একক অ্যালবামের শিল্পী বেবী নাজনীন সমানতালে প্রতিনিধিত্ব করেছেন বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং দেশ বিদেশের স্টেজে। এ মুহূর্তে তিনি অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশের চেয়ে বিদেশেই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীত তারকা। আগামী ২ থেকে ৪ সেপ্টেম্বর শিকাগোতে অনুষ্ঠেয় ৩৬তম ফোবানা কনভেনশন ২০২২’-এ পারর্ফম করবেন তিনি। তার পারিবারিক সূত্র জানায়, চলতি বছরের শেষ দিকে দেশে ফিরতে পারেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

8 + 4 =