বৈশ্বিক কানেক্টিবিটি বাড়াতে খেলাধুলা কার্যকরি অবদান রাখে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেছেন, বৈশ্বিক কানেক্টিবিটি বাড়াতে খেলাধুলা কার্যকরি অবদান রাখে। বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে এই খেলাধুলার মাধ্যমেই। তাছাড়া তরুণ সমাজকে সৃজনশীল ও মননশীল কাজে সম্পৃক্ত রাখতেও খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার অবদান অপরিসীম।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশন আয়োজিত ও হামিদ গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৫ম হামিদুর রহমান জাতীয় ইয়োথ শ্যূটিং চ্যাম্পিয়নশিপ ২০২২ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, শ্যূটিং-এর অর্জন অনেক। এর কার্যক্রম ঢাকা কেন্দ্রিক না রেখে সারা দেশে ছড়িয়ে দিতে পারলে ভাল প্রতিশ্রুতিবান শ্যূটার পাওয়া যেতে পারে।

এবারের প্রতিযোগিতায় দেশের ২৩ রাইফেল ও শ্যূটিং ক্লাবের ১০৫ জন ( ছেলে-৬৫, মেয়ে-৪০) প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিকেএসপি শ্যূটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং কুমিল্লা রাইফেল ক্লাব রানার-আপ হয়েছে।

বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি লেফট্যানেন্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশন-এর মহাসচিব ইস্তেখাবুল হামিদ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − 6 =