বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ-জার্মানি যুগান্তকারী জলবায়ু অংশীদারিত্ব

অধিকতর টেকসই ভবিষ্যতের লক্ষ্যে একটি ঐতিহাসিক উদ্যোগে বাংলাদেশ ও জার্মানি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ-জার্মান জলবায়ু ও উন্নয়ন অংশীদারিত্ব (সিডিপি) চালু করেছে।

বাংলাদেশে ফেডারেল রিপাবলিক অব জার্মানি’র রাষ্ট্রদূত অ্যাচিম ট্রয়েস্টার ও অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী স্বাক্ষরিত এই উদ্যোগটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, পরিচ্ছন্ন শক্তির প্রচার ও বিশ্বব্যাপী জলবায়ু কর্ম পরিচালনায় একটি শক্তিশালী জোটের প্রতিনিধিত্ব করছে।

ইআরডি’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন অংশীদারিত্বটি দু’দশের মধ্যে ছয় দশকেরও বেশি সময়ের বন্ধুত্বের উপর ভিত্তি করে তৈরি এবং জলবায়ু অভিযোজন, নবায়নযোগ্য শক্তি, শক্তি দক্ষতা ও প্রকৃতি-ভিত্তিক সমাধানসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আলোকপাত করছে।

দ্রুত পরিবর্তনশীল জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও জার্মানি একসঙ্গে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিচ্ছে।

মূল লক্ষ্য-

১. উচ্চ-স্তরের সংলাপ ও সহযোগিতা : বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) ও জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) সমর্থন করার মাধ্যমে জলবায়ু অভিযোজন, নবায়নযোগ্য শক্তি ও শক্তি দক্ষতার উপর আলোচনাকে উৎসাহিত করা।

২. যৌথ জলবায়ু লক্ষ্যমাত্রা : বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদী স্বল্প-নির্গমন উন্নয়ন কৌশল (এলটি-এলইডিএস) জমা দেবে এবং  কপ-৩০ এর মাধ্যমে এনডিসি সমৃদ্ধ করবে- যার লক্ষ্য বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির সীমা ১.৫ ডিগ্রি সেলসিয়াস।

৩. আন্তর্জাতিক অ্যাকশন : বিশ্বব্যাপী জলবায়ু উদ্যোগে জড়িত থাকা, যেমন গ্লোবাল মিথেন প্রতিশ্রুতি, এবং দুর্বল জাতিগুলোর ক্ষমতায়নের লক্ষ্যে স্থানীয়ভাবে নেতৃত্বাধীন জলবায়ু পদক্ষেপের প্রচার করা।

মূল উদ্যোগ-

আর্থিক ও কারিগরি সহযোগিতা : গ্রীন এনার্জি ট্রানজিশনের জন্য টিম ইউরোপ ইনিশিয়েটিভ ও অন্যান্য অর্থায়ন প্রক্রিয়ার মাধ্যমে জার্মানি বাংলাদেশকে সহায়তা করবে।

জ্ঞান বিনিময়: কার্বন নির্গমন হ্রাস, নবায়ণযোগ্য শক্তি ও জলবায়ু অভিযোজনে সর্বোত্তম অনুশীলনগুলো ভাগ করে নেওয়ার সুবিধা।

জাস্ট এনার্জি ট্রানজিশন : ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে বিদ্যুৎ উৎপাদনে ৩০% নবায়নযোগ্য শক্তি অর্জনে সহায়তা করা।

বেসরকারী খাতের সংশ্লিষ্টতা : টেকসই জলবায়ু সমাধান ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বেসরকারি খাতকে সংশ্লিষ্টকরণ।

সিডিপি’র জয়েন্ট ডিক্লারেশন অব ইনটেন্ট (জেডিআই) হল একটি অ-আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি, যা স্বাক্ষর করার সাথে সাথে কার্যকর হয়। জলবায়ু লক্ষ্য পূরণের জন্য বার্ষিক নীতি সংলাপ অগ্রগতি মূল্যায়ন ও কৌশল গ্রহণ করবে। এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ ও জার্মানি জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সবার জন্য একটি টেকসই ও স্থিতিস্থাপক ভবিষ্যত গড়ে তুলতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 + nine =