বোনকে নিয়ে ভাবনার প্রযোজনা প্রতিষ্ঠান

প্রযোজনার সঙ্গে অভিনয়শিল্পীদের সম্পৃক্ততা নতুন কিছু নয়। এবার এই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। গতকাল নারী দিবস উপলক্ষে বোন অদিতি হাবিব অনন্যাকে সঙ্গে নিয়ে ঘোষণা দিলেন নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের। দুই বোনের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘ক্রো ফিল্মস’।

নতুন এই প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে ভাবনা বলেন, ‘অনেক দিন আগে থেকেই আমি ও আমার বোন মিলে এ রকম কিছুর চিন্তা করছিলাম। গতকাল ছিল আন্তর্জাতিক নারী দিবস। বিশেষ এই দিনটিকে নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দেওয়ার জন্য বেছে নিলাম।’

প্রযোজনা প্রতিষ্ঠানের নাম নিয়ে ভাবনার ভাষ্য, ‘কাকের প্রতি আমার ভালোবাসার কথা সবাই জানে। সেই ভালোবাসা থেকেই ক্রো ফিল্মস নামটি বেছে নেওয়া।’

প্রযোজনার প্রতি আগ্রহ পরিবার থেকেই পেয়েছেন বলে জানান ভাবনা। তাঁর বাবা হাবিবুল ইসলাম হাবিব একজন পরিচালক ও প্রযোজক। বাবার কাছ থেকেই প্রযোজনায় আসার উৎসাহ পেয়েছেন দুই বোন। ভাবনা বলেন, ‘প্রযোজনার সঙ্গে আমরা পারিবারিকভাবে যুক্ত। ছোটবেলা থেকেই দেখছি আমার বাবা সিনেমা পরিচালনা করছেন। তাঁর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান আছে। নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান থাকায় অনেক আগে থেকেই প্রযোজনার সঙ্গে যুক্ত আছি। তাই প্রযোজনা আমার কাছে নতুন কিছু নয়। তবে এবার নতুন নামে আমাদের দুই বোনের নতুন জার্নি শুরু হলো। আশা করি, দর্শকদের ভালো কাজ উপহার দিতে পারব।’

প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দিলেও এর ব্যানারে শুধু সিনেমা নির্মাণ হবে নাকি পাশাপাশি ছোট পর্দাতেও দেখা যাবে ক্রো ফিল্মসকে তা জানাননি ভাবনা। সময় হলে কাজের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানান তিনি।

অভিনয়ের পাশাপাশি ছবি আঁকা ও লেখালেখিতেও দেখা যায় ভাবনাকে। এবারের বইমেলায় প্রকাশ পেয়েছে ভাবনার লেখা উপন্যাস ‘কাজের মেয়ে’। এটি অভিনেত্রীর ষষ্ঠ বই।

ভাবনা এখন ব্যস্ত রাইসুল ইসলাম অনিকের ‘চারুলতা’ সিনেমার শুটিংয়ে। ঢাকার নিউমার্কেটের ফুটপাতের ব্যবসায়ীদের নিয়ে চারুলতা সিনেমার গল্প। এতে চুড়ি বিক্রেতার চরিত্রে দেখা যাবে ভাবনাকে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে ভাবনার তিনটি সিনেমা। হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’, শুদ্ধমান চৈতনের ‘দামপাড়া’ ও রায়হান খানের ‘পায়েল’।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − 9 =