বোনের তিন সন্তানের ‘মা’ হলেন খালা রুখসাত সুলতানা

বোনের তিন সন্তানকে মায়ের মমতা দিয়ে বড় করতে থাকা রুখসাত সুলতানা আনুষ্ঠানিকভাবে তাদের মা হয়েছেন। আজ ওই তিন শিশুর বাবা নাজমুল ইসলামকে বিয়ে করেছেন তিনি। দুই যমজ সন্তান ধ্রুব ও রুদ্রের বয়স যখন সাড়ে তিন বছর, সে সময় সংসারে নতুন অতিথির অপেক্ষায় ছিলেন রিফাত সুলতানা ও নাজমুল ইসলাম দম্পতি।

করোনা মহামারির ওই ভয়ংকর সময়ে এই ভাইরাসে আক্রান্ত হন রিফাত। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে মেয়ে হৃদিতা সুলতানার জন্ম দিয়ে বিকেলে মারা যান তিনি। সে সময় মা হারানো এই তিন শিশুর সহায় হয়ে ওঠেন তাদের খালা রুখসাত সুলতানা। পরম মমতায় তাদের আগলে রাখেন তিনি। দুই বছরের বেশি সময় মায়ের অভাব পূরণকারী রুখসাত এখন আনুষ্ঠানিকভাবে ওই তিন শিশুর মায়ের আসনে বসলেন।

গত শুক্রবার দুপুরে নাজমুল ও রুখসাতের বিয়ে হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতার পরই রুখসাত সুলতানা বলেন, ‘আপু মারা যাওয়ার সময় তার তিন সন্তানকে আমার হাতেই তুলে দিয়েছিল। ধ্রুব আর রুদ্র আপু থাকতেই আমাকে আম্মু ডাকত। এখন অফিশিয়ালি আমি ওদের তিনজনের মা হলাম। ওদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমরা সিদ্ধান্তটা নিলাম।’

রিফাত সুলতানা একাত্তর টেলিভিশনের সহকারী প্রযোজক ছিলেন। আর নাজমুল ইসলাম একই টেলিভিশন চ্যানেলের জ্যেষ্ঠ প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিয়ের ১০ বছরের মাথায় তারা তিন সন্তানের মা ও বাবা হয়েছিলেন। ২০২১ সালের ১৬ এপ্রিল মারা যান রিফাত। সে সময় এক মাসের মধ্যে করোনায় স্ত্রীর পর মা–বাবাকেও হারিয়েছিলেন নাজমুল।

গতকাল এক ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, রিফাতকে হারিয়েছেন দুই বছর দুই মাস ছয় দিন আগে। এই সময়ে তিন বাচ্চার গায়ে কোনো আঁচ লাগতে দেননি রুখসাত সুলতানা (চাঁদনী)। রিফাতকে নিয়ে হাসপাতালে যাওয়ার দিন থেকেই রুখসাত খালা থেকে মা হয়ে থেকে গিয়েছিলেন। আর দুই বাচ্চা তো আগে থেকেই তাকে আম্মু ডাকত।

নাজমুল লিখেছেন, ‘মাম্মাম (রিফাত) না থাকার কষ্টটা আসলে ওরা বুঝতেই পারেনি ওদের আম্মুর জন্য। চাঁদনীও দিন নেই রাত নেই, ওদের নিয়ে পড়ে থাকল সব শখ–আহ্লাদ বাদ দিয়ে। …আমি আজীবন কৃতজ্ঞ। অবশেষে বাচ্চাদের দিকে তাকিয়ে আমি আর চাঁদনী সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করার। বাচ্চাদের এক মা চলে গেছে, আরেক মায়ের থেকে কখনো যেন বঞ্চিত না হয়।’

রুখসাত সুলতানার মতে, যেকোনো মেয়ের জন্যই এভাবে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা অনেক কঠিন। সে কারণে এই সিদ্ধান্ত নিতে সময় নিয়েছেন তিনি। বোনের তিন সন্তানকে আগলে রাখতে গিয়েই আইন পেশায় থিতু হতে পারেননি রুখসাত সুলতানা। তিনি বলেন, ‘সাধারণত বেশির ভাগ ক্ষেত্রে এমন পরিস্থিতিতে দুই পরিবারের মুরব্বিরাই এমন বিয়ের সিদ্ধান্ত চাপিয়ে দেন। তবে আমার বেলায় তা হয়নি। আর ছেলেমেয়েরা এখন বড় হচ্ছে। ওরা অনেক কিছু বুঝতে পারে। তাই আমরা দুজন বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর ছেলেমেয়ে, বিশেষ করে দুই ছেলেকে বিষয়টা বুঝিয়ে বলেছি। তারাও খুব খুশি।’

নাজমুল ফেসবুক পোস্টে আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে রাজধানীর এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়ানো এবং একটু অক্সিজেন সাপোর্ট পেতে আকুতি জানানোর কথাও তুলে ধরেছেন। তখন নাজমুল নিজেও করোনায় আক্রান্ত ছিলেন।

সেই সব দিনের স্মৃতি হয়তো নাজমুল ও রুখসাতকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে। তাই রিফাত মারা যাওয়ার পর পারিবারিক কোনো অনুষ্ঠান, ছেলেমেয়েদের জন্মদিন বা যেকোনো আয়োজনে ফেসবুকে ছবি পোস্ট করে নাজমুল আর রুখসাত রিফাতের কথা স্মরণ করেছেন। কেননা, রিফাত না থাকলেও তার রেখে যাওয়া তিন সন্তানকে নিয়েই তো ছিলেন দুজন। এখন তারা নববিবাহিত দম্পতি, এই তিন সন্তানের মা–বাবা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − four =