রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে হেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।খবর বাসস
গত শুত্রবার রাতে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরুর কাছে ৭ উইকেটে হেরেছে কলকাতা।
ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় কলকাতা। ওপেনার কুইন্টন ডি কক ৪ রানে আউট হন।
দ্বিতীয় উইকেটে ৫৫ বলে ১০৩ রানের জুটি গড়েন আরেক ওপেনার সুনীল নারাইন ও আজিঙ্কা রাহানে। ৫টি চার ও ৩টি ছক্কায় ২৬ বলে নারাইন ৪৪ রানে আউট হলেও হাফ-সেঞ্চুরির স্বাদ নেন অধিনায়ক রাহানে। ৬টি চার ও ৪টি ছক্কায় ৩১ বলে ৫৬ রান করেন তিনি।
দলীয় ১০৯ রানের মধ্যে নারাইন ও রাহানের বিদায়ের পর মিডল অর্ডারে আঙ্করিশ রাঘুভাংশির ৩০ রানের সুবাদে ২০ ওভারে উইকেটে ১৭৪ রানের সংগ্রহ পায় কলকাতা। ব্যাঙ্গালুরুর স্পিনার ক্রুনাল পান্ডিয়া ৩ উইকেট নেন।
জবাবে ব্যাঙ্গালুরুকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। উদ্বোধনী জুটিতে ৫১ বলে ৯৫ রান যোগ করেন তারা। হাফ-সেঞ্চুরি তুলে ৫৬ রানে আউট হন সল্ট। তার ৩১ বলের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা ছিল।
এরপর দেবদূত পাড্ডিকাল ১০ ও অধিনায়ক রজত পাতিদার ৩৪ রানে আউট হলে লিয়াম লিভিংস্টোনকে নিয়ে ২২ বল হাতে রেখেই ব্যাঙ্গালুরুর জয় নিশ্চিত করেন কোহলি। ৪টি চার ও ৩টি ছক্কায় কোহলি ৩৬ বলে ৫৯ এবং লিভিংস্টোন ৫ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন।
ম্যাচের আগে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে পারফর্ম করেন কলকাতার কর্ণধার ও বলিউড তারকা শাহরুখ খান, দিশা পাটানি, সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল।