ব্যাডমিন্টন প্রশিক্ষণক্যাম্পের উদ্বোধন

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): ব্যাডমিন্টন  ওয়ার্ল্ড ফেডারেশ (বিডব্লুএফ) ও  ব্যাডমিন্টন এশিয়ার  আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ১৫ দিন ব্যাপি ‘জাতীয় ব্যাডমিন্টন ট্রেনিং ক্যাম্প ২০২৪’। রাজধানীর পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে  আজ সোমবার  দুপুরে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক।

ক্যাম্পে  জুনিয়র পর্যায়ে সাত জেলার ৮ জন বালক ও ৭ জন বালিকাসহ মোট ১৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের সহ-সভাপতি জিয়াউল হক ও  সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 + 18 =