ব্যান্ড তারকা জন কবিরের জন্মদিন আজ

ব্যান্ড তারকা জন কবিরের জন্মদিন আজ। ১৯৮১ সালের ১০ জুলাই জন্মগ্রহ করেন তিনি। তার বেড়ে ওঠা ঢাকায়। ১৯৯৮ সালে জন কবির ও তার স্কুলপড়ুয়া বন্ধুরা মিলে ‘ব্ল্যাক’ ব্যান্ড গঠন করেন। ২০০০ সালে ব্যান্ডটিতে যোগ দিয়েছিলেন তাহসান ও এলিটা করিম। ২০১১ সালের শুরুতে জন কবির দলটি থেকে সড়ে দাঁড়ান। এরপরের বছর ২০১২ সালের গড়ে তোলেন নতুন ব্যান্ড ‘ইন্দালো’।

দলটির প্রথম অ্যালবাম ‘কখন কীভাবে এখানে কে জানে’ -এর গানগুলো হলো-‘দেয়ালঘড়ি’, ‘তোমার সকাল’, ‘প্লাস্টিক’, ‘পৌনঃপুনিক’, ‘ক্যানভাস’, ‘অলীক’, ‘আন্তঃনগর’, ‘কে শুনবে’, ‘অবশেষে’, ‘আইএসডি’, ‘অস্ফুট’, ‘পাথরের আড়ালে ফুল’ ও ‘সেইক’।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 + 7 =