ব্রিটিশ পার্লামেন্ট থেকে বিশেষ স্বীকৃতি পাচ্ছেন করণ জোহর

হিন্দি ছবিকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে করণ জোহরের অবদান অনস্বীকার্য। এবার ধর্মা প্রোডাকশনের কর্ণধারকে বিশেষ সম্মাননা জানাচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট।

বলিউডে প্রায় আড়াই তিন দশক দীর্ঘ করণের কেরিয়ার। শুরুটা হয়েছিল বন্ধু আদিত্য চোপড়ার ব্লকবাস্টার ছবির অভিনেতা হিসাবে। পরে পরিচালনায় হাতেখড়ি। বাবা যশ জোহর বলিউডের নামী প্রযোজক হওয়ায় অন্যদের চেয়ে অনেকটাই সহজ ছিল পরিচালক করণ জোহরের সফরের শুরুর ধাপটা। কিন্তু নিজের যোগ্যতায় বলিউডে নিজের জাগয়া পাকা করেছেন করণ জোহর। বাবার মৃত্যুর পর কড়া হাতে সামলেছেন ধর্মা প্রোডাকশনের রাশ। বলিউডের এই অন্যতম সফর পরিচালক-প্রযোজকের ঝুলিতে এবার নয়া সম্মান।

আগামী ২০শে জুন রানির দেশ থেকে এই সম্মাননা জানানো হবে করণ জোহরকে। ভারতীয় সিনেমায় তার অবদানের জন্যই সম্মানিত হবেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ পরিচালক। এই খবর প্রকাশ্যে আসবার পর থেকেই অভিনন্দন বার্তায় ভাসছেন তিনি। এই মুহূর্তে লন্ডনে ছেলে-মেয়ে যশ ও রুহির সঙ্গে ছুটি কাটাচ্ছেন করণ জোহর।

এই খুশির খবর নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে করণ বলেন, ‘বিশ্বাস করুন একদম বিনয় দেখানোর জন্য বলছি না, আমি মনেপ্রাণে বিশ্বাস করি এই সম্মান পাওয়ার মতো কোনও কিছুই আমি আজ পর্যন্ত করে উঠতে পারিনি’। সঙ্গে করণ জানান, ‘আমি বিশ্বাস করি আমার চেয়ে অনেক বেশি প্রতিভাধর পরিচালকরা রয়েছেন, যাদের আমি অনুসরণ করি। যেমন করুণ সঞ্জয় লীল বনশালি, রাজু হিরানি, স‍ুরজ বরজাতিয়া’।

করণ জোহর পরিচালিত ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি অলবিদা না কহনা’, ‘মাই নেম ইজ খান’-এর মতো হিন্দি ছবিগুলো ব্রিটিশ যুক্তরাজ্য-সহ পশ্চিমী দুনিয়ায় দারুণ জনপ্রিয়। এমনকি ‘কভি অলবিদা না কহনা’ ভারতের বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও বিদেশে ফাটিয়ে ব্যবসা করেছিল। বর্হিবিশ্বে হিন্দি ছবির জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে করণ জোহরের অবদান অনস্বীকার্য।

যদিও পরিচালক মনে করেন, ভারতীয়রা এখন তাকে ‘সিরিয়াস ফিল্মমেকার’ হিসাবেই গণ্য করে না। কারণ হিসাবে করণ জানান, ‘হয়ত আমি ছবি পরিচালনার পাশাপাশি আরও অনেক কিছু করি বলে এদেশের লোকের ধারণা আমি সিরিয়াল ফিল্মমেকার নই, বিশেষত আমি একটা চ্যাট শো হোস্ট করি যার মূলে রয়েছে গসিপ। তবে আমি মনের ডাকে সাড়া দিতে বেশি ভালোবাসি’।

যদিও এই সম্মান পেয়ে গর্বিত করণ জোহর। শীঘ্রই দীর্ঘ বিরতির পর পরিচালকের আসনে ফিরছেন করণ। ‘ইয়ে দিল হ্য়ায় মুশকিল’ পরিচালকের নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পাবে জুলাই মাসের ২৮ তারিখ। ছবিতে লিড রোলে রয়েছেন আলিয়া ভাট ও রণবীর সিং। ছবি মুক্তির আগে এই বিশেষ সম্মান নিঃসন্দেহে বড় প্রাপ্তি পরিচালকের জন্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

six + 9 =