ব্লক বাস্টার ও লায়ন সিনেমা হলে ‘দেশান্তর’ 

মাসুম আওয়াল

‌‘পাকিস্তান তখনো হয়নি। অখণ্ড-বাংলা ছিল বৃটিশ-ভারতের অন্তরভুক্ত। আজকালকার মতো স্কুল-কলেজ তখন ছিল না। কেউ এনট্রেন্স পাশ করলে তাঁকে দেখবার জন্য পাঁচ গাঁয়ের লোক এসে ভিড় করতো।’ কবি নির্মলেন্দু গুণের লেখা ‘দেশান্তর’ উপন্যাসের শুরুর লাইন এগুলো। সিনেমাপ্রেমীদের জন্য সুখবর হলো  কবি নির্মলেন্দু গুণের ‘দেশান্তর’ উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা আশুতোষ সুজন।

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৫ তম বন্ধুদের ব্যাচে সংগঠন ঝুপড়ির কার্যালয়ে সিনেমাটির  ট্রেলারের  পাশাপাশি  সিনেমার চারটি গানও প্রদর্শিত হয়। সিনেমাটির ট্রেলার সাড়া ফেলেছে।

এবার মুক্তির আলোয় আসছে ‘দেশান্তর’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি মুক্তি পাচ্ছে ১১ নভেম্বর।  যমুনা ফিউচার পার্ক ব্লক বাস্টার এবং লায়ন সিনেমা হলে ১১ নভেম্বর থে‌কে দর্শকরা দেখতে পারবেন সি‌নেমা‌টি। আরও কোন কোন হলে মুক্তি পাবে ‘দেশান্তর’ শিগরিই হলের পূর্ণ তালিকা জানানো হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা আশুতোষ সুজন।

নির্মাতা জানান, বেশ কিছু চমক থাকছে ‘দেশান্তর’  সিনেমায়। এখনে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঢাকায় সিনেমার নন্দিত অভিনেত্রী মৌসুমী। তার চরিত্রটির নাম অন্নপূর্ণা। এই সিনেমাটির মাধ্যমে অনেক দিন পর বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি। সিনেমাটি নিয়ে মৌসুমীর ভাষ্য, “মানবিক প্রেম এবং দেশপ্রেম এ দুটি দিক ফুটে উঠেছে ‘দেশান্তর’ সিনেমায়।”

অন্নপূর্ণা চরিত্রের বিপরীতে অভিনয় করেছেন আহমেদ রুবেল। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ইয়াস রোহান, শুভাশিস ভৌমিক, রোদেলা সুভাষিনী টাপুর, মোমেনা চৌধুরী এবং মামুনুর রশিদ। ‘দেশান্তর’ এর মাধ্যমে সিনেমায় অভিষেক হচ্ছে টাপুরের।

ট্রেলার ও গানে ইয়াশ-টাপুর জুটির অভিনয় দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন দর্শক। টাপুরকে শুভেচ্ছাও জানাচ্ছেন কেউ কেউ। সব মিলিয়ে সিনেমাটি দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন অনেকেই।

জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সিনেমাটি দেখার আগ্রহ আমার তুমুল। কবি নির্মলেন্দু  গুণের  অসাধারণ ‘দেশান্তর’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি  নির্মাণ করেছেন পরিচালক আশুতোষ সুজন। সিনেমার দুইটি গান দেখে আমি দারুণ মুগ্ধ। টাপুর আর ইয়াশ রোহানের কেমিস্ট্রি দেখে চমকে গেছি, রোমাঞ্চিত হয়েছি টাপুর আর ইয়াশের অভিব্যক্তি দেখে! কত অদ্ভূত মায়া তাদের চাহনিতে! ছোট্ট টাপুর সিনেমা মুক্তির আগেই সবার চোখের মনি হয়ে গেছে! আশুতোষ সুজন ভাই, আমি আপনার সিনেমা মুক্তির আগেই আপনার দেশান্তরের অন্ধ ভক্ত হয়ে গেছি!’

টাপুরের মা ও বাবা গোলাম ফরিদা ছন্দা ও  সতীর্থ রহমান রুবেল সবাইকে তাদের মেয়ের প্রথম সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

সিনেমাটির অভিনেতা আহমেদ রুবেল বলেন, ‘আমরা খুব কষ্ট করেছি। কাজ করলে কষ্ট করতেই হয়। দর্শকের ভালো লাগলে কষ্ট দূর হবে। নির্মলেন্দু গুণ কে কবি হিসেবেই চিনি। কিন্তু তিনি যে এতো বড় ঘটনা নিয়ে লিখেছেন এতো সুন্দর করে তা এ সিনেমায় কিছুটা হলেও উঠে আসবে।’

ইয়াশ রোহান বলেন, ‘সিনেমাটি নিয়ে বলতে চাই অসাধারণ এক গল্পের সিনেমা। সিনেমায় আমার চরিত্র হিমাংশ। এই হিমাংশ হতে আমি চ্যালেঞ্জে পড়েছি। সেটা হলো আমি এ যুগের ছেলে। কিন্তু সে যুগের ছেলে কি চাইতো, কিভাবে চলতো সেটা আসলে জানতাম না। তবে সেটা উতরে উঠে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি৷ দর্শকের যদি ভালো লাগে তাহলে স্বার্থক সেই চ্যালেঞ্জ।’

সিনেমাটি নিয়ে শুভাশিস ভৌমিক বলেন, ‘দেশান্তর – একটি হৃদয়স্পর্শী সিনেমা। দেশভাগের দগদগে ক্ষত আর ভালবাসার টানাপোড়েন কিভাবে আপনাকে কাঁদাবে, হাসাবে আর নিজেই হয়ে যেতে ইচ্ছে হবে ঐ চলচ্চিত্রের চরিত্র, কিন্তু কেন ? সেটা দেখতে হলে আগামী ১১ ই নভেম্বর থেকে সিনেপ্লেক্সগুলোতে নজর রাখতে হবে।’

সিনেমাটির সংগীত পরিচালক জাহিদ নিরব বলেন, ‘আমার সঙ্গীত পরিচালনায় তৃতীয় ছবি ‘দেশান্তর’ মুক্তি পেতে যাচ্ছে। আশুতোষ সুজন ভাইয়ের পরিচালনায় আমাদের সিনেমা ‘দেশান্তর’ নিয়ে আমরা খুবই আশাবাদী। সবাইকে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখার অনুরোধ রইল।’

উল্লেখ্য, ‘ দেশান্তর’ সিনেমাটির মুক্তি উপলক্ষে ৯ নভেম্বর এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে। এ সময় সিনেমাটির পরিচালক আশুতোষ সুজন সিনেমা সংশ্লিষ্ট সবাকে পরিচয় করিয়ে দেন দর্শকদের সঙ্গে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten + 15 =