বড় জয়ে ছন্দে ফিরল ব্রাজিল

কাতার বিশ্বকাপের পর খেলা একমাত্র প্রীতি ম্যাচে অঘটনের শিকার হয়েছিল ব্রাজিল। মরক্কোর কাছে হারতে হয়েছিল ২-১ গোলে।

তবে গিনিকে সেই সুযোগ দেয়নি। বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে তাদের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় নিয়ে ছন্দে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গত মাসে স্প্যানিশ লা লিগার এক ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তাই বর্ণবাদ বিরোধী ক্যাম্পেইনের অংশ হিসেবে গিনির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ কালো জার্সি পরে খেলে ব্রাজিল। সেলেসাওদের হয়ে এদিন অভিষেক হয় জোয়েলিন্তনের। আর অভিষেকেই গোলের দেখা পান এই মিডফিল্ডার।

২৬তম মিনিটে ফিরতি বলে ক্লোজ রেঞ্জ থেকে ব্রাজিলকে এগিয়ে দেন জোয়েলিন্তন। পাঁচ মিনিট পর ডানপ্রান্ত থেকে কোণাকুণি শটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। বিরতির আগে যদিও এক গোল শোধ দেয় গিনি। কিন্তু তা সান্ত্বনাসূচক গোল হিসেবেই থাকে। ৪৭ মিনিটে এদের মিলিতাওয়ের হেড ও ৮৮ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি থেকে হালি পূরণ করে ব্রাজিল।

এদিকে, আগামী মঙ্গলবার পর্তুগালের লিসবনে আরেক আফ্রিকান দল সেনেগালের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 2 =