বড় পর্দার পর ওয়েবে মাহফুজ

একের পর এক নতুন কাজে যুক্ত হচ্ছেন মাহফুজ আহমেদ। প্রায় চার বছরের বিরতি পেরিয়ে গত বছর তিনি সিনেমা দিয়ে শুটিংয়ে ফেরেন। চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘প্রহেলিকা’ সিনেমাটি মুক্তি পেয়েছে গত জুনে। বুবলীকে সঙ্গে নিয়ে প্রহেলিকায় ভালোই চমক দেখিয়েছেন মাহফুজ। বড় পর্দায় প্রশংসিত হয়েছে তাঁদের অভিনয়। মাহফুজ জানিয়েছিলেন, পছন্দের গল্প-চিত্রনাট্য পেলে নিয়মিত না হলেও মাঝে মাঝে ক্যামেরার সামনে হাজির হবেন তিনি।

মাহফুজ কথা রেখেছেন। প্রহেলিকার পর অভিনয় করেছেন ‘অদৃশ্য’ ওয়েব সিরিজে। শাফায়েত মনসুর রানা পরিচালিত সিরিজটি মুক্তি পাবে হইচইয়ে। তার আগেই এল নতুন কাজের ঘোষণা। গতকাল নির্মাতা চয়নিকা চৌধুরী জানালেন, তাঁর পরিচালনায় ‘চন্দ্রস্নানে এসো’ নামের ওয়েব সিনেমায় অভিনয় করবেন মাহফুজ। এতে তাঁর নায়িকা হবেন পরীমণি। চয়নিকা চৌধুরী বলেন, ‘মাহফুজ ও পরীমণি এ সিনেমার প্রাণ। তাঁদের ছাড়া এই গল্প বানানো সম্ভব হবে না। আরও একজন নায়ক থাকবেন, নামটা এখন বলতে চাচ্ছি না। চমক হিসেবে থাকুক। এমন গল্প বাংলাদেশের দর্শক আগে দেখেনি, এটুকু বলতে পারি। দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমার ধারণা।’

নির্মাতা চয়নিকা জানিয়েছেন, মাহফুজ ও পরীমণির সঙ্গে এ সিনেমায় অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত আলোচনা হয়ে গেছে। তাঁরা দুজনেই গল্প পছন্দ করেছেন। এখন চলছে চিত্রনাট্য লেখার কাজ। তারপরই শুটিং শিডিউল ঠিক করবেন নির্মাতা। চন্দ্রস্নানে এসো ওয়েব ফিল্মের চিত্রনাট্য লিখছেন রায়হান খান।

এর আগে ২০২১ সালের নভেম্বরে ‘অন্তরালে’ নামে একটি ওয়েব সিনেমায় মাহফুজের অভিনয়ের ঘোষণা এসেছিল। চয়নিকা চৌধুরীর পরিচালনায় তাতে নায়িকা হওয়ার কথা ছিল পরীমণির। সেই গল্প নিয়ে ‘প্রহেলিকা’ নামে সিনেমা বানান চয়নিকা।

পরীমণির বদলে তাতে অভিনয় করেন বুবলী। এবার মাহফুজ-পরীকে নিয়েই চন্দ্রস্নানে এসো বানাতে চলেছেন নির্মাতা। এ ওয়েব ফিল্মের মাধ্যমে মাহফুজের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করবেন পরীমণি। মাহফুজ আহমেদ জানিয়েছেন, পরীমণির সঙ্গে আগে থেকে আলাপ না থাকলেও তাঁর অভিনীত ‘স্বপ্নজাল’ ও ‘বিশ্বসুন্দরী’ তিনি দেখেছেন।

এদিকে, আগামী ৫ অক্টোবর হইচইয়ে আসছে মাহফুজের প্রথম ওয়েব সিরিজ ‘অদৃশ্য’। এতে তাঁর চরিত্রের নাম আনিস আহমেদ, একজন স্বনামধন্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ। আনিসের জীবনটা হঠাৎ বদলে যায় যখন সে নিজেকে বন্দী অবস্থায় আবিষ্কার করে একটি পরিত্যক্ত ঘরে। কিন্তু কেন তাকে বন্দী করা হয়েছে তা জানা যায় না। আনিসের নিখোঁজ সংবাদে শহরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। অদৃশ্য সিরিজে মাহফুজের সঙ্গে আছেন অপি করিম। টিভি নাটকের জনপ্রিয় এই জুটিকে দীর্ঘদিন পর একসঙ্গে দেখা যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 5 =