বড় পর্দায় ফিরছেন আসাদুজ্জামান নূর

১৪ বছর পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করবেন আসাদুজ্জামান নূর। ছবির নাম ‘চাঁদের অমাবস্যা’। সরকারি অনুদান পাওয়া ছবিটি পরিচালনা করবেন জাহিদুর রহিম অঞ্জন। সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস ‘চাঁদের অমাবস্যা’ অবলম্বনে তৈরি হয়েছে এর চিত্রনাট্য।

ছবিতে অভিনয়ের জন্য এখন পর্যন্ত আসাদুজ্জামান নূর, ইরেশ যাকের ও দীপান্বিতা মার্টিনের সঙ্গে কথা চূড়ান্ত করেছেন অঞ্জন। অভিনয় ও শুটিং শিডিউল নিয়েও প্রাথমিক আলাপ হয়েছে বলে জানান তিনি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক জাহিদুর রহিম অঞ্জন বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী আগামী জানুয়ারিতে ছবির শুটিং শুরু হবে। চলতি মাসেই বাকি শিল্পীদের চূড়ান্ত তালিকা জানাতে পারব।’

‘চাঁদের অমাবস্যা’ ছবিতে নূর কোন চরিত্রে অভিনয় করবেন তা এখনই খোলাসা করেননি পরিচালক। বাকের ভাই-খ্যাত এ অভিনেতাকে সর্বশেষ চরকির ওয়েব ফিল্ম ‘ডোন্ট রাইট মি’-তে দেখা গেছে।

জাহিদুর রহিম অঞ্জনের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘মেঘমল্লার’। আখতারুজ্জমান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে নির্মাণ করেছিলেন ছবিটি। অনুদানের সেই ছবিটির জন্য পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অঞ্জন। দেশে-বিদেশে প্রশংসিত হয় ছবিটি।

২০০৭ সালে হ‌ুমায়ূন আহমেদ পরিচালিত ‘নয় নম্বর বিপদ সংকেত’ ছবিতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। এরপর ছোট পর্দায় দেখা গেলেও বড় পর্দায় আর দেখা মেলেনি তার।

আজকের পত্রিকা

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 3 =