ভারতীয় অভিনেত্রী পূজা হেগড়ের জন্মদিন আজ

অভিনেত্রী পূজা হেগড়ে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ৩২তম জন্মদিন উদযাপন করছেন।  ১৯৯০-এ জন্মগ্রহণ করা পূজা হেগড়ে কর্ণাটকের উডুপির বাসিন্দা। মুম্বাইতে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির সেটে পূজা তার জন্মদিন উদযাপন করেছেন। এ সময় রাকি ছবির তারকারা উপস্থিত ছিলেন।  পূজা হেগড়েকে জন্মদিনে অভিনন্দন জানিয়ে কেক কাটার একটি ছবি শেয়ার করেছেন সালমান খান।

নিজের জন্মদিনে কাজ করা পূজা বলেন, ‘আমার মনে হয় নতুন বছরে পা রাখার জন্য শুটিং করার চেয়ে ভালো উপায় আর হতে পারে না। এছাড়াও, সেটে জন্মদিন পালন করা  মজার। এ ছবিতে আমাকে ভিন্ন অবতারে দেখা যাবে।

প্রথম থেকেই ফ্যাশন ও মডেলিংয়ের প্রতি আগ্রহ ছিল পূজার। পূজা ২০০৯ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তবে এই প্রতিযোগিতায় সাফল্য পাননি তিনি। এরপর ২০১০ সালে পূজা আবারও অংশ নিয়ে দ্বিতীয় রানার আপের খেতাব জিতে নেয়।

পূজা হেগড়ে ২০১২ সালে দক্ষিণের চলচ্চিত্রে প্রথম অভিনয় করেছিলেন। প্রথম ছবি ছিল ‘মুগামুদি’ যা বক্স অফিসে সুপার হিট হয়েছিল। এছাড়াও পূজাকে রণবীর সিং-এর বিপরীতে ‘সার্কাস’ এবং মহেশ বাবুর সঙ্গে ‘এসএসএমবি ২৮’ এবং বিজয় দেবেরকোন্ডার বিপরীতে দেখা যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 + nine =