ভারতীয় অভিনেত্রী মহিমা চৌধুরীর জন্মদিন আজ

মাহিমা চৌধুরী ১৩ সেপ্টেম্বর ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় অভিনেত্রী এবং নেপালী বংশদ্ভু প্রাক্তন মডেল। তিনি ১৯৯৭ সালের পরদেশ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ ঘটান; যার জন্য তিনি শ্রেষ্ঠ নারী চরিত্রে আত্মপ্রকাশের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন।

মাহিমা দেহরান, উত্তরাখণ্ড রিতু চৌধুরী নাম নিয়ে জন্মগ্রহণ করেন। তার পিতা বাঘপাত পশ্চিমী উত্তর প্রদেশ মধ্যে কারিকুর গ্রাম থেকে একজন হিন্দু জাট ছিলেন। তার মা দার্জিলিং, পশ্চিমবঙ্গ থেকে নেপালি জাতিভূক্ত ছিলেন।

মাহিমা একটি গ্রাম্য মেয়ে হিসেবে ১৯৯৭ সালের চলচ্চিত্র “পারদেশ” অভিনয়ের মাধ্যমে তার অভিনয় শুরু করেন। তার অন্যান্য চরিত্রে মধ্যে “দাগ: দ্যা ফায়ার” চলচ্চিত্রটিতে একজন বাজে পতিতার চরিত্রে অভিনয় করেন।

সম্প্রতি অভিনেত্রীর পোস্ট করা একটি ভিডিওতে অভিনেতা অনুপম খের জানান যে অভিনেত্রীর স্তন ক্যানসার ধরা পরেছে। অনুপম এও জানান তার পরবর্তী ছবির “দ্য সিগনেচার ইন লখনউ” ছবিতে অভিনয় করতে দেখা যাবে মহিমা চৌধুরীকে।

“দ্য ফায়ার”,” লজ্জা”,” দিল হ্যায় তুমাহারা” এর মতো ছবিগুলিতে অভিনয় করতে দেখা গিয়েছিল মহিমা চৌধুরীকে। ২০১৬ সালে “ডার্ক চকলেট” ছবিতে শেষ দেখা গিয়েছিল তাকে। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি তাকে ফের পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার অনুরাগীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four + eighteen =