ভারতীয় সিনেমায় মুগ্ধ জেমস গান

ভারতীয় সিনেমা নিয়ে তার ভাবনার কথা বলেছেন জেমস গান। তিনি বলেন, ‘‌ভারতীয় সিনেমা আমার ওপর একটি বড় প্রভাব ফেলেছে, যা গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ফ্র্যাঞ্চাইজিতে প্রতিফলিত হয়। আমি ইউরোপীয় বা আমেরিকান সিনেমার প্রতি যেভাবে আকৃষ্ট হয়েছি তার চেয়ে আমি সবসময় ভারতীয় চলচ্চিত্র এবং এশিয়ান সিনেমার প্রতি বেশি আকৃষ্ট হয়েছি।’

ভারতের সিনেমা নিয়ে গান আরো বলেন, ‘‌ভারতের সিনেমার ক্যানভাস মার্কিন সিনেমার তুলনায় বড়। এখানে অনেক সময় আপনাকে শুধু একটি জনরার সিনেমা করার অনুমতি দেওয়া হয়, যেমন এ সিনেমা অবশ্যই একটি কমেডি হতে হবে। অথবা এটি শুধু একটি অ্যাকশন ফিল্ম বা একটি ড্রামা অথবা শুধু একটি কল্পবিজ্ঞান চলচ্চিত্র হতে হবে—ভারতীয় সিনেমায় এমন হয় না।’

জেমস গান ভারতীয় সিনেমা নিয়ে উচ্ছ্বসিত, কেননা তিনি জানান যে এই সিনেমাগুলো দেখেই তিনি বেড়ে উঠেছেন। ভারতীয় সিনেমার চরিত্রগুলো তার কাছে ভালো লাগে। জেমস গান বলেন, ‘‌ভারতীয় চলচ্চিত্রগুলো এত সুন্দরের কারণ তারা একটি চলচ্চিত্রে পূর্ণ মানবিক অভিজ্ঞতা প্রকাশের অনুমতি দেয়। যেখানে আমরা গল্পে নাটকীয়তার পাশাপাশি নাচ এবং সংগীতের সঙ্গে অ্যাকশনসহ কমেডিও রেখে থাকে। এসব কিছু আমি গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সিতে রেখেছি, তবে দেখেছি পশ্চিমা লেন্সের মাধ্যমে।’ জেমস গান জানান, তিনি ভারত, কোরিয়া, জাপান ও অন্যান্য এশীয় চলচ্চিত্র দেখে বড় হয়েছেন। এমনকি হংকংয়ের চলচ্চিত্র নির্মাণের শৈলীও তাকে প্রভাবিত করেছে।

বহুদিন ধরে সুপারহিরো সিনেমা নির্মাণ করছেন জেমস গান। বলা যায়, লার্জার দ্যান লাইফ চরিত্র ও গল্প নিয়ে নতুন একটি ইউনিভার্স তিনি নিজেই তৈরি করেছেন। তবে এক্ষেত্রে জেমস গানের বক্তব্য হচ্ছে, বলিউডের সিনেমা তাকে অনুপ্রেরণা দিয়েছে। বিশেষত তিনি বলিউডের লার্জার দ্যান লাইফ গল্পগুলো দিয়ে অনুপ্রাণিত।

হলিউডে গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ও দ্য সুইসাইড স্কোয়াডের জন্য নন্দিত গান। বিশেষত সুইসাইড স্কোয়াডকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য গানকে কৃতিত্ব দেয়া হয়। সম্প্রতি তিনি জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 3 =